সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
চিত্রঃ অঙ্কুর রায় |
সাধ
সুচিত্রা দাস
ছোট্ট খোকার সাধ জেগেছে
ইস্কুলে সে যাবে ,
বেঞ্চে বসে পড়বে বই
টিফিন খুলে খাবে।
বাবা দিয়েছেন নতুন ব্যাগ
টিফিন বাক্স কিনে ,
স্কুলে আর যায়না খোকা
বাড়ছে দিনে দিনে।
মায়ের কাছেই শিখছে খোকা
অ-আ, ক-খ, ছড়া-
অঙ্ক শেখে বাবার কাছে
ভরছে শিক্ষা-ঘড়া।
এমন করেই কাটছে বছর
সপ্তাহ, মাস দিন--
হঠাৎ করে খুললো স্কুল
নাচন তা-ধিন-ধিন।
বড়ো গেট, বড়ো বাড়ি
বড়ো বড়ো ঘর--
খোকার মুখে ফুটলো হাসি
এত দিন পর।
পড়াশোনা ভালোই হোলো
টিফিন বেলায় খোকা ,
বাক্স খুলে খেয়ে নিল
পাউরুটি আর ধোঁকা ।
বন্ধুগুলো বড় ভালো
খেলতে যাবে যেই -
মায়ের ডাকে উঠলো খোকা
সেই বিছানাতেই ।
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment