সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
দারুন মজা
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়
বিষ্টি-ভেজায় পাও মজা কি ?
সত্যি তুমি বিদ্ঘুটে ।
সেদিন আমি যাই নি অফিস
যায় দুপুরে নিদ টুটে ।
ঝলমলে রোদ কোথায় গেল
মেঘ করেছে জমকালো ।
ওই আকাশের ক্যানভাসেতে
কোথাও নয় কম কালো ।
খানিক পরে বিষ্টি এলো
ভিজতে ভিজতে জব জবে ।
এমন দিনে মুড়ির সাথে
গপ করে খাই চপ কবে ?
পুকুর-জলে ঝাঁপ দিয়েছো-
উল্লাসে হও সাঁতরে পার ?
স্মৃতির পটে তেমন ছবি
পেলুম জানো হাতড়ে কার ?
এই আমারই ; পড়ছে মনে-
সবাই তখন বানভাসি,
সাঁতরে গেলুম স্কুল বাড়িতে
সঙ্গে ক'জন গ্রামবাসী ।
পুকুরটুকুর নস্যি ছিল
রোজ মেতেছি হুল্লোড়ে।
মনের যত দরজা-জানলা
আনন্দে সব খুললো রে ।
অনেক স্মৃতি হয় নি ইতি
টাটকা যেন তরতাজা ।
মোড়ের মাথায় বিষ্টুময়রা
ভাজতো দারুন সরভাজা ।
অদল-বদল চারদিকেতে
সরভাজা নেই, চাউমিনের -
দোকান এখন দিব্যি চলে
চায় না কেউ-ই 'ফাউ' কিনে ।
সমস্ত মাঠ হল লোপাট
পুকুর-চুরির আস্কারা ।
উঠছে বাড়ি আকাশ-ছোঁয়া
করছে জানি বাস কারা ।
ক্রিকেট-ব্যাটে বল মারে নি
শট মারে নি ফুটবলে।
হয় করুণা, ষোলোআনাই -
জীবন ওদের 'ঝুট' বলে ।
সাঁতারটাতার কাটার সুযোগ
পাচ্ছে ক'জন বাস্তবে ।
মেঘ করেছে, দারুন মজা -
ছাদেই হবে আজ তবে ।
2 comments:
সেই ছোটবেলার মধুর স্মৃতিকে কিছুতেই আজকের ছোটদের ছোটবেলার সাথে মেলানো যায় না। আহা কি সুন্দর ছিল ছোটবেলার সেইসব দিনগুলি। খুব সুন্দর ছোটবেলার ছড়া।
দারুণ। দারুণ এবং দারুণ।
Post a Comment