সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


স্বাধীনতা

প্রবীর ভট্টাচার্য্য


 পেরিয়ে গেল এত বছর স্বাধীনতা পাওয়া

মিটল না তো আজও মোদের ছোট্ট অনেক চাওয়া ।

সবার পেটে ভাতের জন্য আজও লড়াই চলে।

সবার মাথে জুটল না ছাদ, কাটছে আকাশ তলে।

সত্য কথা বললে আজও কেন রাঙায় চোখ

আঙুল তুলে ভূল ধরালে, কেন বলে 'রোখ্।'

জন্মদিনে কেউবা পেল দামি এরোপ্লেন

কারও আবার রাত কেটে যায়, অন্ধকারের লেন।

এমন কি আর হওয়ার ছিল সত্যি করে বল

আনতে সাধের স্বাধীনতা, কত চোখের জল!

কতজনের আত্মত্যাগ আর বলিদানের পরে

স্বাধীনতা এসেছিল আমাদের এই ঘরে।

মর্যাদা তার রইল কোথায়, কোথায় শান্তি, সুখ!

শাসন, শোষণ একই আছে,শুধু পাল্টে গেছে মুখ।

এমন করে আর কতকাল,লড়াই সাথী আগে

নতুন একটা আসবে সকাল, রাঙবে আকাশ ফাগে।

0 comments: