সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 উজান

ব্রত রায়


পুজোর বাকি দু’মাস

কেমন করে ঘুমাস?

মনের ভেতর তরাস

বক্ষে ধড়াস-ধড়াস!


কাশে সাদার ঝলক

বুড়ির মাথার অলক।

নীল হয়েছে আকাশ

আকাশ পানে তাকাস?


উড়ছে ঘুড়ি মেঘের

হালকা গতিবেগের।

ফুলের বনে যাওয়া

গন্ধ ছড়ায় হাওয়া।


মণ্ডপে স্তুপ মাটির

খড়ের, বাঁশের, লাঠির।

ওই এসেছেন কুমোর

মাস রয়েছে টু মোর।


হাজার টাকার কড়ার

দুগ্গা ঠাকুর গড়ার।

দিচ্ছি ফাঁকি পড়ায়

আসছে পুজো ধরায়!


দর্জিকাকু হাসেন

আমায় ভালোবাসেন।

ফিতেয় মাপেন আমায়

ঝুল দিয়েছেন জামায়।


কাপড়, বোতাম, সুতোয়

নতুন জামায়-জুতোয়—

রঙিন পুজো আমার।

পড়ে থাকুক গ্রামার!


পুজোয় পড়া বারণ

অনেকগুলো কারণ।

চলবে শুধু ঘোরাই

কেয়ার করি থোড়াই!


সেদিন ছিল সোনার 

মুক্তো-মানিক গোনার।

মন কেবলই উজোয়

ছোট্টবেলার পুজোয়!

1 comments:

Amaresh Biswas said...

অসাধারণ সুন্দর পুজোর ছড়া।