সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 কাকচরিত্র 

পার্থ সিনহা


একহাতে বই,অন্য হাতে খাবার থালা ধরা 

ব্যস্ত যুবক, খেতে খেতেই করছে লেখাপড়া! 

আজ আছে তার পরীক্ষা যে, চাকরি পদপ্রার্থী 

এগজামিনে সফল হতে জ্ঞান থাকা চাই বাড়তি! 

পাঁচিল থেকে একখানা কাক উঠলো ডেকে- ক্যা কা

একটা রুটি ছুঁড়ে দিয়ে বলল যুবক, 'নে,-খা! 

কপাল দেখে আগাম আমায় বলতো গুণিন পাখি 

শিক্ষা শেষে এ-জীবনে চাকরি পাবো নাকি? '

কাক দিলনা জবাব কোনো, রইল নির্বিকার 

ভাবটা দেখায়, ভাবার মত সময় কোথা তার? 

যুবক বলে,'দেখছিনা তো স্বচ্ছ  নিয়োগ রীতি 

যুক্ত আছি আন্দোলনে, নেই কোনো ভয়ভীতি! 

বলতো পাখি আন্দোলনে জিত হবে না হার

আশার আলো দেখবে কি-না অভাবী সংসার? '

মৌন হয়েই রইল সে-কাক আগেরমতই আবার 

খেতেই থাকে.. খেতেই থাকে.. হঠাৎ পাওয়া খাবার! 

বলল যুবক, 'কাক শুনেছি -ত্রিকালজ্ঞ পাখি 

আমার বেলায় মৌন কেন, জ্ঞান হারলো নাকি? '

কাক শেষে কয়, ' সেদিন পাবি  চাকরি, টাকা দুই 

র‍্যাফ-পুলিশের লাঠির ঘায়ে মরবি যেদিন -তুই! '

0 comments: