সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
বাইরের লোক
শুক্লা কর
---তোকে বলেছি না, বাইরের লোক এলে এই গ্লাসগুলোতে জল দিবি।
---মনে ছিল না দিদি।
---ঠিক আছে, আর যেন এ ভুল না হয়। এই যে এই দুটো কাচের গ্লাস আর এই দু'সেট কাপ প্লেট বাইরের লোকদের জন্য।
সুমিতা ঘাড় হেলিয়ে বলে, ঠিক আছে দিদি।
মানসীর সংসারে সুমিতা নতুন। মানসীর দূর সম্পর্কের বোন হয়সুমিতা। তিন বোন। অভাবের সংসার। মানসীরও দুজনের চাকরি। সারাক্ষণের জন্য একজন লোক দরকার ছিল। একটু বেশি বেতনের বিনিময়ে এনেছে সুমিতাকে।
এসব সাত বছর আগের কথা।সেই কাচের গ্লাস আর কাপ প্লেট ভেঙে গেছে। নতুন এসেছে। সুমিতাই কিনে এনেছে পছন্দ করে। এখন মানসীর সংসারের অপরিহার্য অংশ সে। নিজেকে মানসীর ঘরের লোকই ভাবেেসুমিতা । চাকরি করা মানসীও সুমিতার হাতে সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছে।
হঠাৎই সুমিতার বিয়ের ঠিক হয়ে গেল। মানসীর অসুবিধা হলেও কিছু করার নেই। বয়স হয়েছে সুমিতার। ভালো পাত্র। পিওনের চাকরি।
বিয়েতে অনেকটা টাকাই দিল মানসী। হাজার হোক, ঘরের লোকের মতোই ছিল সুমিতা।
বিয়ের পর বরের কাছে সুমিতা তার মানসী দিদির অনেক সুখ্যাতি করে মাসদুয়েক পর একটা রবিবার বরকে নিয়ে ঘুরতে এল। মানসী হাসিমুখে অভ্যর্থনা জানাল। ড্রয়িংরুমের দামি সোফাতে বরের পাশে সুমিতা বরকে বলল, জানো, দিদি আমাকে নিজের বোনের থেকেও বেশি ভালবাসে।
নতুন বর নিঃশব্দে হাসল।
মানসীর নির্দেশে নতুন কাজের মেয়ে বড় একটা ট্রেতে করে দু' প্লেট ভরে মিষ্টি আর কাচের গ্লাসে ঠান্ডা জল এনে সামনে রাখা সেগুন কাঠের দামি টেবিলে রাখল।
বাইরের লোকের জন্য রাখা সেই গ্লাস আর প্লেট দেখে চোখের জল চেপে রাখার চেষ্টা করতে লাগল সুমিতা।
0 comments:
Post a Comment