সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
বাংলাভাষা
শংকর দেবনাথ
আমার মায়ের ভাষা
গাঁয়ের ভাষা
নায়ের এবং ভায়ের ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার বোনের ভাষা
মনের ভাষা
স্বপ্নদেখা ক্ষণের ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার প্রাণের ভাষা
গানের ভাষা
কষ্ট এবং ত্রাণের ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার বোধের ভাষা
রোদের ভাষা
সাম্যময়ী ন'দের ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার আলোর ভাষা
ভালোর ভাষা
জয়ের প্রদীপ জ্বালোর ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার সাধের ভাষা
চাঁদের ভাষা
এবং প্রতি- বাদের ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার আঁখির ভাষা
রাখির ভাষা
সবুজ মাখা- মাখির ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার দেশের ভাষা
শেষের ভাষা
আউল-বাউল বেশের ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার হাসির ভাষা
বাঁশির ভাষা
'বিদায় দে মা' ফাঁসির ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার ভুলের ভাষা
হুলের ভাষা
শিমূল-পলাশ ফুলের ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার বুকের ভাষা
দুখের ভাষা
উচ্ছ্বসিত সুখের ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার আশার ভাষা
ভাসার ভাষা
এবং ভাল- বাসার ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার বলার ভাষা
চলার ভাষা
গল্প-ছলা- কলার ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার ছবির ভাষা
ভবি'র ভাষা
কবির গুরু রবির ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার লেখার ভাষা
শেখার ভাষা
মেঘলা মনে কেকার ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
আমার পড়ার ভাষা
গড়ার ভাষা
ছন্দমধুর ছড়ার ভাষা
বাংলাভাষা। বাংলাভাষা।।
0 comments:
Post a Comment