সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
বিপ্লব এবং বিজয়
স্বাতী রায় চৌধুরী
জানি,সত্যের হবে জয়
মানুষ যেদিন জাগবে
কেটে যাবে সব ভয়,
সেদিন ই সত্যের হবে জয়।
মানুষ তো করে বিপ্লব,
করে রক্তধারায় স্নান ,
কত রক্তের বিনিময়ে
এল স্বাধীনতার সম্মান;
এ কেমন স্বাধীনতা?
যেখানে মানুষ ই মূল্যহীন,
শুধু ক্ষমতার আস্ফালন
বেড়ে চলে দিনদিন।
তাই বিপ্লব আজ ও চাই,
চাই একজোট প্রতিবাদ,
এক হয়ে রুখে দাঁড়ালেই
কাটবে দুঃস্বপ্নের রাত।
আগামী দিয়েছে বার্তা
হবে মানুষের জাগরণ;
বিজয়ের দিন সমাগতপ্রায়
করো পতাকা উত্তোলন।।
0 comments:
Post a Comment