সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
দুঃখে-সুখে মিল-বুকে রই
শংকর দেবনাথ
গাছগাছালির ভীড়ে,
রহিম রাম আর আমার বাড়ি ইচ্ছামতির তীরে।
নদীর জলে মদির সুখে সব ভেদাভেদ ভুলে,
সাঁতার কাটি সাম্যগাঁথার ছন্দে তুফান তুলে।
ঈদের দাওয়াত পেয়ে,
আয়েস করে সেমাই পায়েস সবাই আসি খেয়ে।
সরস্বতী-দুর্গা-কালী- লক্ষ্মীপুজো এলে,
সবাই মিলে খুশির নীলে বেড়াই ডানা মেলে।
বিকেলবেলায় মাঠে,
খেলার মেলায় সুখের ভেলায় সবার সময় কাটে।
হারুণ-হাবিব-সমর-সুজয় দারুণ ভালবেসে,
একসাথে হাত হাতে রেখেই ইস্কুলে যায় হেসে।
অঞ্জলীদির ঘরে,
ছুম্মা-তৃষা-লায়লা-দিশা একসাথে বই পড়ে।
রিয়াজ-অমল-ফিরোজ-কমল গাঁয়ের দোকানেতে,
চায়ের কাপে তুফান তোলে রাজনীতিতে মেতে।
করিমচাচার সাথে,
ঝাঁকামাথায় হারাণকাকা যান খামারে প্রাতে।
ধানের শীষে গানের শিসে প্রাণের প্রীতি-টানে,
দুঃখে-সুখে মিল-বুকে রই হিন্দু-মুসলমানে।
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment