সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


 স্বাধীনতা স্বাধীনতা 

        লতিফ উদ্দীন


স্বাধীনতা   আন্দোলন 

স্বাধীনতা   আলোড়ন  

স্বাধীনতা    শিহরণ।   

স্বাধীনতা মানে তোমার হাতে আমার হাত,

স্বাধীনতাই আনে নতুন প্রভাত।


স্বাধীনতা বিপ্লবী জয়গান

স্বাধীনতা অহিংসার স্লোগান।

স্বাধীনতা মানে আমার দেশে ,

আমি বাঁচব অট্টহেসে ।  


স্বাধীনতা কথা 

অনর্গল আবেগের ফুলঝুরি ।

স্বাধীনতা রক্তে  রাঙানো,

শত শহীদে ঋণী।


স্বাধীনতা বিপ্লবী ভগৎ সিং

স্বাধীনতা শহীদ ক্ষুদিরাম

বীর যোদ্ধা আসফাকউল্লা ।

স্বাধীনতা গান্ধিজী -

নেতাজীর মৃত্যুহীন সংগ্রাম।


স্বাধীনতা শপথ 

স্বাধীনতা সততা।

স্বাধীনতা একদেশে

বহু বর্ণ বহু ধর্মের 

সানন্দ সমাবেশ।


স্বাধীনতা আলো 

তমসার অবসান।

স্বাধীনতা বিশ্বমাঝে 

মোদের করেছে মহান।।


0 comments: