সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

  উৎসব---বইমেলা 

          বিপত্তারণ মিশ্র 

তখন মফঃস্বলের এক কলেজে 
প্রথম বর্ষে পড়ি, 
এক উৎসবের নাম শুনলাম ---বইমেলা!
মনে একরাশ কৌতুহল, 
এ আবার কেমন মেলা! 
সহপাঠী কয়জন হৈ হৈ করে 
মেন লাইন লোকাল ধরে হাওড়া, 
সেখান থেকে বাসে ময়দান। 
সামনে লেখা ----
কলকাতা আন্তর্জাতিক বইমেলা!
টিকিট কেটে ভিতরে যেতেই 
দুচোখ আনন্দে আকুল --- 
এত বড়ো মেলা!এত স্টল! শুধু বই!
চারদিকে নতুন বই-এর গন্ধ ---
আমার প্রিয় গন্ধ! 
কলকাতার সব বড়ো প্রকাশক, 
বাংলাদেশের প্রকাশক, 
ইংরেজি বই-এর নামী দামী স্টল, 
কবি লেখকদের স্টল, 
লিটল ম্যাগাজিন স্টল, 
একদিনে সব দেখা যায় না ---
মনে হয় প্রতিদিন আসবো, 
প্রতিদিন বই-এর স্রোতে ভাসবো! 
টাকা কই? ইচ্ছে তো গোটা মেলাটা কিনি! 
না পারি, দেখতে তো দোষ নেই --
নতুন বই-এ হাত বুলোতে ও তো মজা!
তাও দু-চারটে কিনেছিলাম। 
দুধের স্বাদ ঘোলে মেটাতে 
ক্যাটালগ জোগাড় করেছিলাম অনেক। 
এবার ক্লান্ত -- মাঠের ঘাসে বসে 
আড্ডা আর কফি হয়ে গেলো।
তরতাজা হয়ে আবার ঘোরা। 
এবার দেখি মঞ্চে --
নীরা আর কাকাবাবু খ্যাত 
সুনীল গঙ্গোপাধ্যায় ---
তাঁর একটা বই প্রকাশ করছেন! 
ধন্য আমি, আনন্দে হাততালি দিলাম! 
একদল শিল্পী আলুথালু বেশে--
ছবি আঁকছে,
আর হাত তালি দিয়ে জীবনের গান গাইছে। 
মন না চাইলেও, এবার বাইরে এলাম!
রোল আর আইসক্রিম খেয়ে ফিরলাম --
প্রথম বার প্রাণের উৎসব বইমেলা ঘুরে। 

1 comments:

বিপত্তারণ মিশ্র said...

"গল্পগুচ্ছ" স্মৃতির বইমেলা -- বিশেষ সংখ্যাটি খুব সুন্দর হয়েছে। এমন নান্দনিক প্রচেষ্টার নিরন্তর শ্রীবৃদ্ধি ও শুভ কামনা করি ������