সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
মানুষের মতো
বিদ্যুৎ ভান্ডারী
চারিদিকে এতো মানুষ , এতো এতো মানুষ
তবু ব্যথাতুর হৃদয়ে শান্তনা দিতে ব্যর্থ দুটো হাত।
খাবারের ঠোঙা সাঁতার কাটে ক্লান্ত নর্দমায়
যেখানে জীর্ণ হাত বাটি পাতে সভ্যতার মুখে ,
পঞ্চাশের যে কঙ্কালটা ফ্যান চাইছিল রাজপথে
আজ দু'মুঠো ভাত চাই শাষকের কাছে ।
কামাতুর চোখের ঈশারায় দু'খানা কুকুর দাঁত
খুবলে খেতে চাই সুযোগের কচি তনু ।
অবোধ শিশু রোজ দেখে , আজো দেখেছে-----
সংস্কারের আড়ালে কুসংস্কারের বৃদ্ধাঙ্গুলী ;
কলমের আঁচড় সংবাদে ছাপ ফেলেছি ঠিকি
কিন্তু ভাঙতে পারেনি বিবেকের কড়া মরচে ।
আমি হাজার হাজার বছরের ময়নাতদন্ত করে দেখেছি -------
মেসোপটেমিয়া থেকে মহেঞ্জোদারো
কিম্বা আধুনিক গনতন্তিক দেশের অলিগলি
ক্ষমতা দূর্বলের ফুসফুসে গুবগুবি বাজায়
ভদ্রতার মুখোসে লালসার চোখ নাচুনি।
পুঁটি মাছের মতো ডিগ্রি যেখানে কিলবিল করে সেখানে সততা- উদারতা চিতাকাঠে সহমরণে যায়।
আজো ভিড় রাস্তায় , চায়ের দোকানে
কতগুলো অবয়ব চুনকালি মেখে ঘুরেবেড়ায়
ঠিক মানুষের মতো...............
কাছে গিয়ে দেখি "মতো", কিন্তু মানুষ নই।
0 comments:
Post a Comment