সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 সম্মতি নেই

মোহর ব্যানার্জী 


ওর ও হয়তো প্রেম ছিল এক,
ওও বাসতো ভালো,
তখনও কি জানতো,ওর
সামনে নিকষ কালো?
বাল্মীকি আজ রচনা কর্ ,
নতুন রামায়ণ।
সীতা-রাবণ যুদ্ধ হেথা
চলুক আমরণ।
জিতুক সেথা ঐ অবলা,
ভাবিস যাকে সবাই-
কাস্তে হাতে লিঙ্গচ্ছেদে,
তবেই শেষ লড়াই।
যে যোনিপথ খুঁড়িস তোরা,
ভুলিস ঐ পথেই,
এসেছিলিস ধরাধামে,
এক নারীর হাত ধরেই?
ইচ্ছে বিনা স্পর্শ করিস,
উড়িয়ে বীরধ্বজা,
পুরুষ হবার বড়াই দেখাস,
আবার করিস মাতৃপূজা?
না, তুই কারুর সন্তান,
না কারুর ভাই বা পিতা,
এক পরিচয়-ধর্ষক তুই,
জ্বালাবো তোর চিতা।

মনীষাদের চোখের অনল
পুড়িয়ে করবে ছাই,
নতুন সূর্যোদয়ের দিনে,
তোদের রেহাই নেই,
তোদের রেহাই নেই,
তোদের রেহাই নেই।

0 comments: