সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,046
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 হে ঠাকুর

      প্রবীর ভট্টাচার্য্য

রবিঠাকুর ,বছর বছর তোমায় মালা পরাই।

মুখের পানে চাইতে তোমার, আজও কেমন ডরাই!

তোমার শিক্ষা, তোমার বাণী দিয়ে জলাঞ্জলি,

বোশেখ এলেই করপুটে, দিই শুধু অঞ্জলি।

তোমার সাথে বলব কথা, সময় কি আর আছে!

লোক দেখানো ভক্তি, শ্রদ্ধা, মন্দ বলে পাছে।

ভন্ড কেমন! মুখোশ পরে তোমার ভক্ত সাজি।

এমনভাবে বলছি কথা নেইকো কোন লাজ ই।

তোমায় বোঝার ক্ষমতা, হায় হারিয়েছে সেই কবে!

লোক দেখানো ভড়ং টুকু, কেনই বা আর তবে।


তবুও স্বপ্ন, 'গীতাঞ্জলি' বুকেতে চোখ বুজি।

দুঃখ, সুখে, অবসাদে তোমায় কেবল খুঁজি।

তুমি ছাড়া সকল ভাবনা ধূ ধূ মরুভূমি।

সকল চেতন জুড়ে আজও তুমিই, শুধু তুমি। 

0 comments: