সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

জল-পানি

মিতা ঘোষ


একই গাঁয়ে ছিল প্রায় পাশাপাশি ভিটে

মাঝখানে শুধু একটি সে মজা খাল

এপারে বইত দুপুরের হাওয়া মিঠে

ওপারে সূর্য ডুবে যেত লালে লাল।


সুকুমার আর জলু গাজী দুই মিতে

কুলীনের ছেলে পড়া ছেড়ে ধরে জাল

পান্না সবুজ বদ্ধ সে খালটিতে

দুয়েতে করতো জল উথাল পাথাল।


জলু যদি চায় মায়েরে একটু জল

বাপের কোপেতে হারাম সে ঘটিখানি

অসাকা হুম রব্বাহুম তো বল…

হিঁদুরা নাপাক, জল ওরা খায় জানি।


জলু নাহি বোঝে জল ও পানির ছল

একই মেঘ, এক নদীতেই বহে ধারা

হিঁদুর উঠোনে পড়লে সে মেঘ জল

মোছলমানের পানি বুঝি মেঘ ছাড়া?


একদিন এক বৃষ্টিধারার রাতে

মজা খালে ডাকে শ্রাবণের ভরা বান

লুকিয়ে চলেছে ভিজে ভিজে দুই মিতে 

মাছের লোভেতে আনচান করে প্রাণ


কিভাবে দামেতে জড়ালো জলুর পা

ক্রমে ক্রমে ডোবে সকল সে দেহখানি

বাঁচাতে তাকে যে মিতের গলায়ও ফাঁস

ডোবে ভাসে দেখো দুই বন্ধুর প্রানই।


পরদিন পুরো পাড়া ভেঙ্গে পড়ে ঘাটে

দেবতনু দুই মিতা শুয়ে পাশাপাশি

একের পানি ও অপরের জল মিঠে

প্রান নিয়ে গেল, মুখে রেখে গেল হাসি। 

12 comments:

মন ভ্রমণ said...

অসাধারণ...
-উপাসিকা।

Mita ghosh said...

আদর...😘

Markendaya said...

সম্প্রীতির কথা ও কাহিনী এ ভাবে ছড়িয়ে পড়ুক কবিতার ছন্দে।
অভিনন্দন।💐

তনুজা চক্রবর্তী। said...

ভারি সুন্দর ভাবনার লেখা।খুব ভালো লাগল।

bengalitalks said...

খুব ভালো লাগল।

bengalitalks said...

উপরের কমেন্টে আমি রাণু

Mita ghosh said...

ভালোবাসা গো…🥰🥰

Mita ghosh said...

থ‍্যাঙ্কিউ…🙏☺️

Mita ghosh said...

আপ্লুত দাদা।…🙏☺️

Mita ghosh said...

প্রাপ্তি ভাই। অনেক ধন্যবাদ…🙏☺️

ANKUR ROY said...

অনবদ্য হয়েছে কবিতাটি। শব্দ ও ছন্দের মেলবন্ধনে মনে দোলা লাগে । সম্প্রীতির কবিতা তো এমনই হওয়া উচিত ।

Mita ghosh said...

ভালোবাসা ভাই। অনেক ধন্যবাদ সুযোগ দেবার জন্য...❤️