সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 পিঠেপুলি

চিরঞ্জিত ভাণ্ডারী

শীত এসেছে বন বাদাড়ে শীত এসেছে ঘরে
ঘাসের উপর নিঝুম রাতে শিশির খানি ঝরে।
পড়ছে খসে গাছের পাতা শীত ঋতূরি ঝড়ে
ছাইতে হবে কুটির খানা নতুন ধানের খ্ড়ে।
পোস উঠোনে  ভারী মজা টুসু গানের কলি
সরষে ক্ষেতে হলুদ ফূলটি দেখছে নয়ন তুলি।
ঢেঁকির গড়ে পড়লো পাহার হাসছে চালের গুড়ি
খুস মেজাজে নতুন বউয়ের বাজছে কাচের চুড়ি ।
খেঁজুর গুড়ের মিঠে গন্ধ মন নিয়েছে কাড়ি
জোছনা রাতে সোহাগ ভরে নতটি নাড়ি নাড়ি।
কিলো দুয়েক ঘর এনেছি রাখতে বউয়ের দাবি
মাটির যাপন সুখে সবুজ বাঁধলে প্রেমের চাবি।
সন্ধ্যা হলো সাঁঝ বাতিতে শঙ্খ সুরে মাতি
বেশ মনোরম জীবন জুড়ে জোনাক পোকার জ্যোতি।
হাসি মুখে চাঁদের আলো হাড়ির গলায় ঝুলি
খেঁজুর গুড়ে মন ভরিয়ে খাবো পিঠেপুলি।

0 comments: