সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 দুর্গারা আজ জেহাদ জানায়

ভবানীপ্রসাদ মজুমদার

 

আমার দুর্গা, পিঠে ছেলে মেয়ে বেঁধে মিছিলেতে হাঁটে 

আমার দুর্গা,কাস্তে হাতেতে মাঠে মাঠে ধান কাটে 

আমার দুর্গা,লোকাল ট্রেনেতে করে ঝালমুড়ি ফেরি 

আমার দুর্গা,জীবন যুদ্ধে বিজয়ী মাদার মেরি   

 

আমার দুর্গা,ঘোড়ার পিঠেতে যোদ্ধা লক্ষীবাঈ

আমার দুর্গা,অগ্নিকন্যা প্রীতিলতা দিদিভাই 

আমার দুর্গা,শান্তি-সুনীতি-কনকলতরা প্রিয়

আমার দুর্গা,মাতঙ্গিনী হাজরা প্রনাম নিও  



আমার দুর্গা,মমতার খনি প্রিয়  রানী  রাসমনি

আমার দুর্গা,মাদার টেরেসা, হৃদয়ে খুশির খনি  

আমার দুর্গা,সারাদিন খাটে , সকালে-দুপুরে সাঁঝে 

আমার দুর্গা,রাস্তা বানায় একশো দিনের কাজে  



আমার দুর্গা, কাঠ কাটে বনে, চাক ভেঙে মধু আনে 

আমার দুর্গা, প্রতি পলে-পলে  খোঁজে জিবনের মানে  

আমার দুর্গা,চুনো মাছ ধরে পুকুর খাল বিলে 

আমার দুর্গা,প্রাণপনে খাটে কল-কারখান- মিলে




আমার দুর্গা,হাটে-মাঠে-ঘাটে খাটে জলে-জঙ্গলে  

আমার দুর্গা,জীবন কাটায় মানুষেরই মঙ্গলে 

আমার দুর্গা,কুমির-বাঘ আর হায়নার সাথে লড়ে 

শকুন-শ্বাপদ, বিপদ-আপদ সব ভয়ে দূরে সরে  



আমার দুর্গা,অসুর মেরেই হাসে হা-হা, হো-হো-হো-হো 

আমার দুর্গা,মাটি-লেপা নয়, জীবন্ত বিগ্রহ 

আমার দুর্গা,ক্ষত বিক্ষত প্রতিবাদী এক ছবি

আমার দুর্গা ,আগামী দিনের রোদ ঝলমলে রবি  



আমার দুর্গা,জেহাদ জানায়, শকুনেরা সাবধান 

মুখ বুজে আরে সইবে না কেউই নারীর অসম্মান  

খুব সাবধান পিশাচ-দানব-রাবণ-দুঃশাসন 

দেশ থেকে শেষ করবই আজ নারীর নির্যাতন  



আজ দুর্গারা মানুষের ঘরে, মানুষের তরে বাঁচে

আজ দুর্গারা বিপদে আপদে প্রলয় নৃত্য নাচে  

আজ দুর্গারা অতুলনীয়, সকলেরই প্রিয় তাই

মানুষের সুখে, মানুষের দুখে, মানুষের বুকে ঠাঁই  



আজ দুর্গারা ক্লান্তি বিহীন খেটে জীবনের দামে 

পৃথিবীর বুকে জাগাচ্ছে আশা অশ্রু-রক্ত-ঘামে

আজ দুর্গারা নয় মোটে নত , দুঃখ পীড়িত পাহাড়ে 

তারা লড়ে-মরে, মানুষের তরে অনাহারে কেউ না হারে  



আজ দুর্গারা কোরান-পুরাণ-বেদ-বাইবেল গীতা 

সর্বধর্ম সমন্বয়ে সত্যি অপরাজিতা  

নমস্তসৈ ...নমস্তসৈ...নমস্তসৈ...নমঃ ...নমঃ 

সর্ব মানুষের অন্তরে যেন হয় শুভ প্রিয় অন্তরতম 



তোদের স্পর্শে কাটুক হর্ষে দেশের দুঃসময় 

ঘুচুক জননীজাতির লজ্জা, দেশের দুঃখময় 

আজ দুর্গারা মর্তবাসিনী মধুর হাসিনি ললনা 

দুঃখহারিণী বিপদতারিনী সইবে না কোন ছলনা  



আজ দুর্গারা দেখতে চায়না একটিও নারী নিগ্রহ 

আজ দুর্গারা খড়ে -মোড়া নয়, জীবন্ত বিগ্রহ  

আজ দুর্গারা শিখছে সবাই বক্সিং-জুডো-কারাটে 

এই সমাজের শয়তানদের দেশ থেকে মেরে তাড়াতে  



আজ দুর্গারা জাগছে- রাগছে, তাই দেখি দিকে-দিকে 

শয়তানরা ভাগছে ভয়েতে ছুঁচো - পাজি-চামচিকে

আজ দুর্গারা দুহাত দিয়েই শত্রুর সাথে লড়ে 

বীরবিক্রমে পিচাশগুলোর টুটি টিপে জোরে ধরে  



এই দুনিয়াই কোন নারীকেই পারবে না কেউ কোথাও ছুঁতে 

শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমোহস্তুতে ।।

শয়তানদের জীবন প্রদীপ নিভিয়ে দেবেই একটি ফুঁ -তে 

গুনাশ্রয়ে গুণময়ে   নারায়ণী নমোহস্তুতে ।।

একটি পাপীও যেন ফাঁকি দিয়ে পারেনা নিজের পাপ ধুতে 

সর্বস্যার্তি হরে দেবি নারায়ণী নমোহস্তুতে।। 



0 comments: