সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
ফিরে এসো বোধ
অসীম দাস
জমে জমে কথা ভঙ্গুর হতে পারে
তার আগে এসো বাতাসের কাছে যাই ,
বয়ে বয়ে শ্বাস আলো ও অন্ধকারে
মিলে মিশে হই অখন্ড শ্যাম রাই ।
বড় দূরত্ব বেড়েছে হৃদির মাঝে
ফাঁকের ফাটলে বাসা বাঁধে সংশয় ,
পন্ডিত -মন সেজেছে যুদ্ধ সাজে
সম্প্রীতি শুনে হেসে ওঠে নির্দয় !
ধর্মের কোনও নিরপেক্ষতা নেই
একি ভয়ানক স্লোগানের মুখে আজ ,
বহুকোষী নেতা বহুত্ত্ব ভোলাবেই
নকশীকাঁথা কি ভুলে যাবে কারুকাজ ?
ইতিহাস পোড়ে পূর্বের পরমাদে
পন্ডিত পোড়ো একই ভুলে পরিবারে ?
তবে কেন ফেলো সাধারণে একই ফাঁদে
খন্ডিত তুমি মানবিক অধিকারে !
লজ্জিত দেখে , বন্ধুরা ঘৃণা পোষে
কথা চালাচালি বহুকাল ছিল বাকি ,
পঙক্তি পিঁড়িতে বসন্ত নির্ঘোষে
ফিরে এসো বোধ , যৌবনে মিশে থাকি ।
Subscribe to:
Posts (Atom)
2 comments:
খুব ভালো লাগলো।
খুব সুন্দর হয়েছে কবিতাটি।
Post a Comment