সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 জীবনের  আশা

            অপূর্ব  অধিকারী 



এই তো দ্যাখো--
কিছু করবো বলে এসেছিলেম,
মানুষের কাজে লাগবো বলে এসেছিলেম,
দিবারাত্র এক করে লেখাপড়া--
বাবা বলতেন--কিছু একটা হ'--
দশজনের একজন--
ডাক্তার হলেম তো,কতো লোকের রোগ সারলো,
মাথার পালক সাদা হয়ে আসে,
দেখি --রোগের জন্ম হয়েছে অনেক বেশি,
কোথাও চাপা কান্না,কখনো সে টুকুও নেই,
এতো শীর্ণ মুখের আয়োজন কেন?
আমি চোখ বন্ধ করে রাস্তা পার হতে চাই-
কেউ আমার সঙ্গে কানামাছি খ্যালো,
চোখের কাপড়টা ভিজে গেলে
না হয় দিও একটু পাল্টে,
কপট চোখ যতো--তোমরা নিজ দ্বীপে থাকো
এদেশে বা বিদেশে পালিয়ে--
আমাকে কিছু ছোটো ছোটো ছেলে-মেয়ে এনে দাও,
আবার বর্ণপরিচয় থেকে শুরু করি--
দেশ আর মানুষ শব্দ দুটো প্রথমে শেখাবো,
যতক্ষণ না শেখে --পরীক্ষা নিয়ে যাবো,
বাকি শব্দ,কথা সব পরে হবে, সব পরে--
দেশের মায়ের অঙ্গে উঠুক সোনার ঝালর,
এই কে আছো--আমার চোখের বাঁধন এবার খুলে দাও|

                                

0 comments: