সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
কান্না
শংকর দেবনাথ
চারপাশে আজ কান্না ভাসে; নেই কাঁদনের সীমা,
ফিসন বয়ে দূষণ জ্বালা কাঁদছে প্রকৃতি মা।
বনের পাখি কাঁদছে নাকি? কাঁদছে পাতা ঝ'রে ,
কাঁদছে মজা নদীর হৃদয় ; কাঁদছে বাতাস ওরে ৷
কাঁদছে শিশু হামা দিয়ে 'মা মা' বলে গো সে-
খিদের জ্বালায় সিধে হয়েই কাঁদছে ভূখা বসে ৷
বুকটা ধুধু- কাঁদছে বধু ডুকরে ঘরের কোণে -
মায়ের দু'চোখ, ভা'য়ের দু'চোখ ভিজছে ক্ষণে ক্ষণে ৷
আইবুড়ো বোন নিজের মুড়ো চিবিয়ে নিজে কাঁদে-
মন বাউলা কোন বেদনায় একতারে সুর সাধে !
হত আশায় ক্ষত বয়েই কাঁদছে মাঠ ও চাষা ;
বেকার যুবক কাঁদছে একা ৷ কাঁদছে বাংলাভাষা ৷
গরীর-দুখীর দুঃখ দেখে দেশের সেবক যারা,
মঞ্চে সভায় ভাসান সবাই দু'চোখ জলে তারা৷
কষ্ট লাগে ভীষণ- যখন ফিসন ভোটের মুখে-
প্রার্থী হতে না পেরে সে কাঁদেন নেতা দুখে ৷
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment