সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


আলোর খোঁজে

ছোটন গুপ্ত


আত্মহনন সময়কথা লিখছো বোধহয় 

সন্ধেতারা একটু পরেই ওঠার সময়,

যখন সময় খোলস ছাড়ছে সাপের মতো 

দেখছো কবির ভনিতা ভয় ইতস্তত;

ওই ওদিকে শীতের আগল কাঁপিয়ে যায় 

তোমার পাড়ায় শীত আসেনি মিঠেল হাওয়ায় ।


হাওয়ার টানে কোন সে গানের বিক্রিবাটা 

শিরদাঁড়া কার ভাঙলো ! সাহস বুকের পাটা

বিকিয়ে গেছে, যাক গে এখন থাকবে তুমি ।

আঁকতে এসো মাঠ নদী বন বসতভূমি ।

সবাই কি আর সইতে পারে রক্তক্ষরণ

ভালোবাসার বদ্বীপে চাই সুর আহরণ ।


অন্ধকারে যে ঠোঁটে কাল চুমুর আখর 

আজকে ছড়ায় অসত্যতার জীর্ণ সাঁকো,

অন্ধকারেই তোমার কাছে পৌঁছে যেতে

কাঁটাতারের ভাঙছি বেড়া গরল ক্ষেতের;

উঠবে জেনো রাতের শেষে মিঠেল রবি 

আত্মনিধন মীমাংসা নয়, আসুক ছবি।

0 comments: