সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 রবির মাস বৈশাখ

অরিন্দম ঘোষ 


নতুন বছর, নতুন বছর

আসলে বোশেখ মাসে,

বল তো দেখি নামটা শুনেই

মুখখানা কার ভাসে? 


ঠিক ধরেছিস, নয়তো কেউই

রবিঠাকুর ছাড়া, 

নাম শুনে যাঁর বিশ্বভুবন

হয় যে পাগলপারা। 


শিক্ষা পেলাম বাংলা ভাষার

আজকে যতটুক, 

রবীন্দ্রনাথ ছিলেন বলেই,

গর্বে ভরে বুক। 


বৈশাখের এই পঁচিশ তারিখ

জন্মদিবস কবির,

স্মরণ করিস প্রাণভরে তাঁয়

শ্রদ্ধা জানাস গভীর। 


জন্মদিবস করিস পালন

ইসকুলে, ইসকুলে,

সেদিন বরং নিজের মনের

দুয়ারটা দিস খুলে। 


আসতে দিবি জ্ঞানের আলো

পুরিয়ে মনের সাধ।

পাশে আছেন রবীন্দ্রনাথ 

দেবেন আশীর্বাদ।

1 comments:

Amaresh Biswas said...

খুব সুন্দর।