সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 


করোনা পাঁচালী

অমরেশ বিশ্বাস


শুনো শুনো ভক্তি ভরে শুনো দিয়া মন

করোনা পাঁচালী পাঠ করিব এখন।

মাঘ মাসে কৃষ্ণ পক্ষে আগমন তার

তাহার মহিমা জানা নাই বলো কার।

বিশ্ব জুড়ে জনগণ করে তার পূজা

সে তো নয় দশভূজা হবে শতভূজা।

দ্বার রুদ্ধ করি সব দেবতারা রয়

সকল দেবতা করে করোনারে ভয়।

করোনা পাঁচালী পাঠ করিলে শ্রবণ

চিরতরে দুঃখ কষ্ট হইবে মোচন।

মর্ত্যে থাকিবার ইচ্ছা আছে যার যার

ভক্তি ভরে পূজা করো তারা করোনার।

করোনা দেবীরে যারা কয় ভাইরাস

দেবীর কোপেতে তাদের হবে সর্বনাশ।

করোনার পূজা করো সব বোন ভাই

জানিও সে ছাড়া আর কোন গতি নাই।

মা ভগিনী সবে মিলে উলুধ্বনি দাও

করোনার দয়া দৃষ্টি যদি পেতে চাও।


0 comments: