সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
ধ্বস নেমেছে
বসন্ত পরামাণিক
আজকে যখন ধ্বস নেমেছে এই আমাদের চারপাশে,
মারছে মানুষ, মরছে মানুষ, ভেদাভেদ আর সন্ত্রাসে !
এমন কঠিন দুঃসময়ে আয় না সবাই আয় ছুটে,
মিলনবাণী দিই ছড়িয়ে সব ভেদাভেদ যাক টুটে ।
সভ্যতাতে ধ্বস নেমেছে, প্রশ্নটা তাই ন্যায়নীতির,
আয় না সবাই প্রাণ খুলে তাই গান গেয়ে যাই সম্প্রীতির ।
মানবতার এ গান যদি যায় ছড়িয়ে সবখানে,
জমাট আঁধার দূর হবে আর জ্বলবে আলো সব প্রাণে ।
আজকে যখন ধ্বস নেমেছে হৃদয় নদীর দুই তীরে,
আয় না তাকে ভালোবাসার মন্ত্রে এবার দিই ঘিরে ।
'ধর্ম' - সে তো সত্যবাণী দেয় ছড়িয়ে সবসময়,
মানুষ তবু অন্ধ থাকে - এ কি সবার দুঃখ নয়?
সমাজ জুড়ে ধ্বস নেমেছে তাইতো এত অবক্ষয়,
মূল্যবোধের গান গাও তাই, নৈতিকতার হবেই জয় ।
সকল মানুষ এক হবে যেই -এ তো পরম দৃশ্য রে,
মানবতার ধর্ম ছাড়া মানুষ বড় নিঃস্ব রে।
ধ্বস নেমেছে, তাই তো বলি এ বিদ্বেষের বুক চিরে-
মন্ত্র জাগুক- নেইকো প্রভেদ মসজিদ আর মন্দিরে ।
বাজুক রে গান সুসম্প্রীতির, কন্ঠে এবার সক্কলের,
মিলনবাণী ছড়িয়ে দিয়ে নতুন সূর্য হাসুক ফের ।
0 comments:
Post a Comment