সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


 

ধ্বস নেমেছে

বসন্ত পরামাণিক


আজকে যখন ধ্বস নেমেছে এই আমাদের চারপাশে,

মারছে মানুষ, মরছে মানুষ, ভেদাভেদ আর সন্ত্রাসে !

এমন কঠিন দুঃসময়ে আয় না সবাই আয় ছুটে,

মিলনবাণী দিই ছড়িয়ে সব ভেদাভেদ যাক টুটে ।


সভ্যতাতে ধ্বস নেমেছে, প্রশ্নটা তাই ন্যায়নীতির,

আয় না সবাই প্রাণ খুলে তাই গান গেয়ে যাই সম্প্রীতির ।

মানবতার এ গান যদি যায় ছড়িয়ে সবখানে,

জমাট আঁধার দূর হবে আর জ্বলবে আলো সব প্রাণে ।


আজকে যখন ধ্বস নেমেছে হৃদয় নদীর দুই তীরে,

আয় না তাকে ভালোবাসার মন্ত্রে এবার দিই ঘিরে ।

'ধর্ম' - সে তো সত্যবাণী দেয় ছড়িয়ে সবসময়,

মানুষ তবু অন্ধ থাকে - এ কি সবার দুঃখ নয়?


সমাজ জুড়ে ধ্বস নেমেছে তাইতো এত অবক্ষয়,

মূল্যবোধের গান গাও তাই, নৈতিকতার হবেই জয় ।

সকল মানুষ এক হবে যেই -এ তো পরম দৃশ্য রে,

মানবতার ধর্ম ছাড়া মানুষ বড় নিঃস্ব রে।


ধ্বস নেমেছে, তাই তো বলি এ বিদ্বেষের বুক চিরে-

মন্ত্র জাগুক- নেইকো প্রভেদ মসজিদ আর মন্দিরে ।

বাজুক রে গান সুসম্প্রীতির, কন্ঠে এবার সক্কলের,

মিলনবাণী ছড়িয়ে দিয়ে নতুন সূর্য হাসুক ফের ।

0 comments: