সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

  নন্দা 

  রঞ্জনা বসু


ছেলেবেলায় মা মরেছে নন্দার। বাপ আজন্ম হাঁপানি রোগী। বেশিরভাগ সময় শুয়ে থাকে বিছানায়। নইলে শুখা মাঠে বসে বসে হাঁপায়। নন্দাই খাটে, রাঁধে। ভিক্ষা করে। টেনে নিয়ে যায় সংসার। আগলে রাখবার তো কেউ নেই। পেটের ধান্দায় ঘোরে ঘাটে,আঘাটে।

সুযোগ পেলেই কানা গৌরাঙ্গ ওকে বলে, তুই আমার বউ হবি? 

নন্দা সে কথার জবাব দেয় না। তার বদলে হাত পেতে বলে, গোটা কুড়ি টাকা দিবি? আজ হাঁড়ি চড়েনি। 

নন্দার হাত খানা হাতে তুলে নিয়ে অনেক্ষণ ধরে নাড়াচাড়া করে, সুখের পরশ নেয়। এক সময় বলে, টাকা নাই রে---

ততক্ষণে ঝট করে হাতটা ছিনিয়ে নিয়েছে নন্দা। 

তবে এতক্ষণ ধরে ছিলি কেন? 

নন্দা তার অনাড়ম্বর জীবনের একপ্রান্তে এসে পুরোনো দিনের কথা ভেবে উত্তেজনায় ঘেমে ওঠে।সেই বছর শীত শেষ হয়ে বসন্ত এসে গেলে আকাশের চেহারা পাল্টাতে আরম্ভ করেছে। গাছগুলো ফুল আর নতুন পাতায় সেজে উঠেছে। বাপের চোখে তখন ঝাপসা ভাব ধরেছে। এক দুপুরে গরুর গাড়ি থেকে নেমে জনা চারেক লোক এসে বসলে দুয়ারে। ঋণের টাকা শোধ দিতে পারে না বলে, সহজ চুক্তি করে ফেলে বাপ। অষ্টাদশী নন্দা তারপর সব ফেলে বউ হয়ে চলে আসে নতুন সংসারে। সেখানে বুড়ো বাপের জায়গায় বুড়ি শাশুড়ি আর বয়স্ক সোয়ামী। এখানে এসে সে ভাতের গন্ধ পায়। 

ভিজে চুল রোদ্দুরে শুকায়। নদীর ঘাটে পা ডুবিয়ে ঢলে পড়া সূর্যকে দেখে। নন্দা আগে দেখেনি কখনও। বুকের ভেতর জমা করে একরাশ ভরসা, একমুঠো আশা, আকাঙ্খা। খাঁ খাঁ রোদ্দুরে বসে ভাবে জোৎস্না রাতের কথা। নদীর গুনগুনানি শুনে মঙ্গল ঘট পাতে। ভেজা কাপড় মেলে দিয়ে আগুনের আঁচে বসে ভাত রাঁধে। হঠাৎই উথাল পাথাল ঢেউ ভিজিয়ে দেয় চোখ। গৃহস্থ খেলা শেষ হয়। ছিটে বেড়ার ঘরটা কালো অন্ধকারে ভেঙে পড়ে। ছেলেপুলের সাধ মেটাতে সোয়ামী আবার নতুন মুখ আনে ঘরে। নন্দার স্মৃতি ঘেরা পরমায়ুর মাঝে থেকে যায় মস্ত বড়ো শূন্যতা। একলা চলা জীবন বন্যা খরা আগুন দেখে দেখে ছুটে যায় নদীটার কাছে। এখন বৃদ্ধ বাপের মতো তার চোখেও ঝাপসা ভাব আসে। নন্দার ঝাপসা চোখের করুন আর্তি বাতাস বাহিত হয়ে নদী পেরিয়ে মাঠ, মাঠ পেরিয়ে দিগন্তে ভেসে যায়। একদিন বাপটাও মরে যায়। এখন আছে শুধু বাপের ছিটে বেড়ার ঘরটা। বৃষ্টিতে জল পড়ে, চাঁদ উঠলে আলো আসে। আসতে চায় গৌরাঙ্গ। অবৈধ সম্পর্ক নন্দা চায়না। কারণ গৌরাঙ্গের বৌ, ছেলে নিয়ে একটা সংসার আছে। 

0 comments: