সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
![]() |
ভৌতিমেরিক
অঙ্কুর রায়
(১)
মানুষ আজ আর যায় না বলা নেই যেহেতু কায়া
একদিন ঐ মানুষই ছিলাম আজকে শুধুই ছায়া ।
হঠাৎ করেই তাড়াতাড়ি
হল যে শেষ পড়লো দাঁড়ি
ফেলে আসা জীবনটারই আজও বড় মায়া ।
(২)
সব কাজ হল না শেষ , কত কিছু ছিল বাকি
জীবনের পাশে পাশে তাই ছায়া হয়েই থাকি ।
কখনও তুমি ভেবো না একা
সূক্ষ্ম বলে পাওনা দেখা
এ ও তো এক জীবন হল , থাকাই হল নাকি ?
(৩)
হানাবাড়ির অন্ধকারে দেই বটে রোজ হানা
তাই বলে ভরদুপুরেও আসার তো নেই মানা ।
আসা যাওয়ার কিছুই নেই
এই তো আছি , ছিলাম এই ।
আমরা যখন পাশেই থাকি হোক না চেনাজানা ।
(৪)
কায়াহীনদের দেখতে কেমন জানতে চাওয়া বৃথা
যা খুশি রূপ নিতেই পারি জানোনা কী আর তা ?
তোমরা মনের ভয়টা দিয়ে
আমাদেরকে নাও বানিয়ে
আমরা বেশিরভাগই নিপাট , থাকি ছায়াবৃতা ।
(৫)
তবে সত্যিই আছে কিছু ভূত ,যারা বেজায় ভৌতিক
ভয়ঙ্কর সব কাণ্ড করে , নয় কেবলই মৌখিক ।
সুযোগ পেলেই দেখায় খেল
ভয় পেয়েছো কী হার্টফেল !
রাম নাম করে হয়না কিছু , বাঁচার উপায় বৌদ্ধিক ।
(৬)
কত কিসিমের ভূত আছে , আছে কত দিশি !
মামদো , মেছো , স্কন্ধকাটা , ব্রহ্মদৈত্য , নিশি ।
কেউ থাকে শ্যাওড়া গাছে
কেউ শ্মশান বা ঘরের কাছে ,
শাকচুন্নি নাচে কুচিপুড়ি , পেত্নি ওড়িশি ।
(৭)
সেদিন রাতে মরি আরকি ভীষণ ভয়ের চোটে !
খাবার পরে বিড়িখানা যেই নিয়েছি ঠোঁটে ,
দুটো হাত ঐ অন্ধকারে
টিপলো গলা , বাপরে মারে !
দপ্ করে দেখি দেশলাই এক হঠাৎ জ্বলে ওঠে ।

5 comments:
চমৎকার ভৌতিমেরিকগুলি। খুব ভালো লাগলো।
দারুণ লাগল
খুব সুন্দর লাগলো স্যার।
ভৌতিমেরিক আমার বেশ ভালো লেগেছে। 2 নম্বর টি বেস্ট।👍
খুব ভালো লাগল।
Post a Comment