সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
রজনীগন্ধা
সৌমী চ্যাটার্জি রায়
" বাপি এবার পূজোতে কী কিনবো তোমার জন্যে?" রুমি জিগেস করলো বাবাকে। যেমনটা প্রতিবার করে।বাবা কে তো কোনো দিন রঙিন জামা পড়তে দেখেনি রুমি। না, এমনকি হালফিলের শার্টপ্যান্টও না। সবসময় সাদা আদ্যির পাজামা পাঞ্জাবিই পরে । আর বাবার উত্তরটাও রুমির জানা। তবু প্রতিবার জিজ্ঞেস করে রুমি। ভালো লাগে। । "আমি আর কোথায় বেরোই ! আর গুচ্ছের কাপড়জামা কিনে কী হবে ? সব তো পরেই থাকে। এবারে আর কিছু কিনিস নি। গেলবারেরটাই এখনো ...ঐতো আলমারিতে রয়েচে। " রুমি বলল "বাহ্ রে ! তা বলে কী কিছুই কিনবো না?"
বাবা বলল " না মা,আর না। আর কী হবে ?জীবনের সত্যিটাকে মেনে নাও এবার । আমি তো আর নেই । ''
বুকটা ছ্যাঁৎ করে উঠল রুমির। বাপি নেই ! সেটা মাঝে মাঝেই ভুলে যায় রুমি। বাপি নেই ভাবলেই ফাঁকা লাগে বুকের ভেতর টা। "নেই আবার কী?আমি যত দিন আছি ততদিন তুমিও থাকবে বাপি।আমার মনের মধ্যে । নেই বলো না। এবার পুজোয় তোমাকে বরং এক গোছা রজনীগন্ধা দেবো।"
1 comments:
বাহ্...বেশ
Post a Comment