সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 রজনীগন্ধা 

সৌমী চ্যাটার্জি রায় 


" বাপি এবার পূজোতে কী কিনবো তোমার জন্যে?" রুমি জিগেস করলো বাবাকে। যেমনটা প্রতিবার করে।বাবা কে তো কোনো দিন রঙিন জামা পড়তে দেখেনি রুমি। না, এমনকি হালফিলের শার্টপ্যান্টও না। সবসময় সাদা আদ্যির পাজামা পাঞ্জাবিই পরে । আর বাবার উত্তরটাও রুমির জানা। তবু প্রতিবার জিজ্ঞেস করে রুমি। ভালো লাগে। । "আমি আর কোথায় বেরোই ! আর গুচ্ছের কাপড়জামা কিনে কী হবে ? সব তো পরেই থাকে। এবারে আর কিছু কিনিস নি। গেলবারেরটাই এখনো ...ঐতো আলমারিতে রয়েচে। " রুমি বলল "বাহ্ রে ! তা বলে কী কিছুই কিনবো না?"

বাবা বলল " না মা,আর না। আর কী হবে ?জীবনের সত্যিটাকে মেনে নাও এবার । আমি তো আর নেই । ''

বুকটা ছ্যাঁৎ করে উঠল রুমির। বাপি নেই ! সেটা মাঝে মাঝেই ভুলে যায় রুমি। বাপি নেই ভাবলেই ফাঁকা লাগে বুকের ভেতর টা। "নেই আবার কী?আমি যত দিন আছি ততদিন তুমিও থাকবে বাপি।আমার মনের মধ্যে । নেই বলো না। এবার পুজোয় তোমাকে বরং এক গোছা রজনীগন্ধা দেবো।"

1 comments:

অসীম হালদার said...

বাহ্...বেশ