সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

কবি কলম কথা 

অত্রি ভট্টাচার্য্য  


কবি-কলমের অভিযোজিত যাপন,

দুইজনে রোঁদে যায়, ছত্র ধরে মন। কুয়োতলা, স্নান-রব, কবি ফেরে ভিজে তক্তপোষে ঘাড় গোঁজা, কলম লিখিছে । যেইদিন বৃষ্টি পড়ে, সমুদ্র-উঠান কলম বিহার করে, কবি রয়ে যান। বসে বসে বিরহের শালকাঠে ঘষে রত্নাকর পা রাখেন দয়াপরবশে; কলমের বুকে তিনি শব্দ তুলে দ্যান নিমেষে উবিয়া যায় সব অনুধ্যান; গলে দ্যান শতনরী, পালে দ্যান হাওয়া যৌবনের বেগ দ্যান ক্রোশ ক্রোশ বাওয়া কবি ও কলম তারা লুঠে স্বর্গসুখ ওঁর বুকে ঠেকে এর নোয়ানো চিবুক সারারাত ডুব দেয় সারারাত উঠে কিসমিস খায় পরমান্ন খুঁটে খুঁটে। এইদিকে ব্রহ্মকাল, শ্রাবনের মাস, প্রভাতকিরণ নিত্য তিক্ত অনভ্যাস, মেঘের পিছনে রয়, ঘোর অন্ধকারে। রতিক্লান্ত প্রাণী দু'টি; গর্ভচক্রাধারে কলম পোয়াতি হল, ছন্দ উঠে আসে নাভিকুন্ড চেপে ধরে অভিষ্টবিলাসে। চেতনা মলিন তার, মলিন এষনা অতঃপর কালসাপ করে আনাগোনা, কবি জাগে, তার আগে জাগে সূর্য্যদেব অরন্য বুলিয়ে যায় স্নেহের প্রলেপ। বন্যপ্রানী ছুটে আসে, আসে পক্ষীকূল আকাশে হেলান দিয়া অথর্ব শিমূল সারাদিন নিদ্রাহীন; প্রদোষে সে দ্যাখে হতাশ ফিরিয়া গেছে সব একে একে আরো বাড়ে রাত্রি, আরো ভেককন্ঠ জাগে, তৃতীয় প্রহরধ্বনী বেতাল-বেহাগে, সজোরে জানান দেয় শৃগালের ঝাঁক ধৈর্য্যহীনা মোমদন্ড পুড়ে পুড়ে খাক; ধীরে ধীরে চেতনায় ফিরিছে কলম, দিন যায়, হপ্তা যায়, সোম-রবি-সোম; অবশেষে উঠি বসে অঘ্রানের রাতে, দ্যাখে, কবি ভগ্নপ্রায় হাত রেখে হাতে খায় নাই, নায় নাই, প্রহরায় পাশে, রূপদর্শী চাঁদ উঠে গহন-আকাশে। চোখে নিয়ে মগ্নঘুম, চুম অপেক্ষা ঠোঁটে কলমের শব্দবুক মত্ত হয়ে ওঠে। কবি ও কলম দোহে একথালে খায়, বীর্য্য-রতি লেগে থাকে কাব্য সুষমায় ।।

0 comments: