সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
28,046
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
রাতের রজনীগন্ধা
- অভিজিৎ চক্রবর্ত্তী
ঘড়িতে তখন রাত দুটোর ঘন্টা পড়ল, আর রেশমা তার গলার রজনীগন্ধার মালার শেষ বৃন্ত টুকু খুঁটে সম্পুর্ন বিছানাটাকে ঢেকে ফেলেছে। পরনের বেনারসী শাড়ি টা আলুথালু হয়ে আছে এমনি যেন শরীরের সাথে লেগে থাকার আর ইচ্ছা নেই। রেশমার কানে তখনও বাজছে অরিন্দমের কথা,"তৈরি থেক, আসব আর তোমাকে আমার সাথে নিয়ে যাব। তোমার কাছে অন্তত প্রমান করে দেব ভালোবাসা দেহ মানেনা।"
সেই দিন থেকে আর নিজের দেহটা বিক্রি করেনি রেশমা। বন্ধুরা বলেছিল ওটা শুধু কিছু ভাল মানুষ বাবুদের মদের খেয়াল। কিন্তু সে দিন মদ তো খায়নি অরিন্দম, তবে ...
যার সন্ধ্যে আসার কথা ছিল, নিয়ে যাবার কথা ছিল এই নরক থেকে সোজা মন্দিরে, যার এই মুহুর্তে ভালবাসার কথা ছিল- সে এলোনা। ফোনটা পর্যন্ত বন্ধ । মুহুর্তে কাঁদতে কাঁদতে শাড়ী খুলে ফেলল সে । আর ওর প্রয়োজন নেই।
হঠাৎ দরজার ওপরে একটা টোকার আওয়াজ পেয়ে সাথে সাথে চোখ মুছে আধো-হাসির ফোয়ারাতে দরজা খুলতেই দেখে মদে চুর একজন তার স্যামনে, আর হাতে তার টাকার বান্ডিল। একবার ভাবে সে অরিন্দমের কথা তারপরক্ষনেই টাকা সমেত হাতটাকে জড়িয়ে ধরে।
রাত তিনটের পর যখন বিছানার মানুষটা সন্তুষ্ট হয়ে একটু ঘুমিয়েছে, রেশমা উঠে জানালার কাছে আসে। তার নিরাভরণ দেহটা তখন অতৃপ্ত বোধহয়। হঠাৎ চোখ কচলে দেখে একটা রিকশা তার বাড়ির সামনে দাঁড়াল, আর একজন মানুষ সারা শরীরে ক্ষতর ছাপ নিয়ে খুব ধীরে ধীরে নামল। রিকশাওয়ালা কে বলল, "দাঁড়াও একটু" । যখন জানালার ধারে রেশমাকে দেখে হাসতে যাবে , দেখল বিছানার মানুষ তখন ঘুমন্ত মৃদুস্বরে ডাকছে ।"রেশমা, রেশমা"।
সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে কষ্ট সত্বেও দ্রুত রিকশা তে উঠে রেশমার দিকে চেয়ে অরিন্দম বলে ,"আর একটু কি অপেক্ষা করা যেত না!"
ঘরের আয়নার সামনে তখন রেশমা পড়ে থাকা বেনারসী শাড়ি টা গায়ে তুলে নিজেকে দেখছে, আর বিছানার ছেঁড়া দোমড়ান রজনিগন্ধার মালাকে গলায় পরে নিয়েছে। সত্য তাকে যেন এখন বড্ড বড্ড বিচ্ছিরি দেখাচ্ছে। --------------------------------------------------------------------------------------------------------------
অভিজিৎ চক্রবর্ত্তী- লেখক ইংরাজী সাহিত্যের শিক্ষক, এখন একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আসীন। নাটক ও গল্পের প্রতি তার দুর্বলতা। এই সাহিত্য পত্রিকার অন্যতম সম্পাদক উনি ।
সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে কষ্ট সত্বেও দ্রুত রিকশা তে উঠে রেশমার দিকে চেয়ে অরিন্দম বলে ,"আর একটু কি অপেক্ষা করা যেত না!"
ঘরের আয়নার সামনে তখন রেশমা পড়ে থাকা বেনারসী শাড়ি টা গায়ে তুলে নিজেকে দেখছে, আর বিছানার ছেঁড়া দোমড়ান রজনিগন্ধার মালাকে গলায় পরে নিয়েছে। সত্য তাকে যেন এখন বড্ড বড্ড বিচ্ছিরি দেখাচ্ছে। --------------------------------------------------------------------------------------------------------------
অভিজিৎ চক্রবর্ত্তী- লেখক ইংরাজী সাহিত্যের শিক্ষক, এখন একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আসীন। নাটক ও গল্পের প্রতি তার দুর্বলতা। এই সাহিত্য পত্রিকার অন্যতম সম্পাদক উনি ।
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment