সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,046
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 



দ'ষ দিস ন্যাখ

আশা সাহু


ইটা তুমহাদের ক্যামন বিচার বঠে! 

তুমহাদের পোইস্যা-কডি আছ্যে বল্যে গাঁইঠে?

তুমহাদের স্যোকোল ছ্যালাপুলারা পড়ালিখা কৈরত্যে _ 

বিদ্যাশ-বিভুঁই গ্যালহে, কনহ দ' ষের নাই হছে আঁইগ্যে! 

উয়ারা ঘুরে আঁইস্যে নিঁয়ে হুটেলল্যে, বাজারল্যে, মিটিনল্যে 

দুনিয়া সারায় চৈসে বুইলছে, তার বেলায় কনহ নাই হছে! 

আর হামাদের স্যোকোল ঘরের, মানহে এই গরীব ল' কের কথা, 

তাদের ছ্যালারা বাইহিরল্যে আঁইল্যে বৈলছিস কতয় কথা! 

হামাদের ছ্যালারায় ন কি যত র' গ জ্বালহা ল্যেকে গাঁয়ে ঘরে ঢুইক্যে দিছে?

অ..! হামাদের ছ্যালায় খাইটত্যে গ্যালছিল, তাথেই "কুরুনা" ল্যেগেছে!

 আর তুমহাদের ছ্যালায় চাখরি-নখরি ক ইরত্যে যায়, নাইথ্য পইড়থ্যে।

উয়ারা কি র' গ জ্বালহা আইনথ্যে পারে? নাই পারে হে! 

তাথেই ন উয়ারা রঁইছে ঘরে, আর হামাদের ছ্যেলারা রঁইছ্যে 

আমঝুড়ে, পলাশঝুড়ে, রেঁল লাইনের উপরে। 

কাখৈ বা রেঁল্যেই জীবন দিথে হছে, নাইথ্য ট্যারাকে জাঁকা দিছে! 

তুমহাদের ব্যাটাবেটিকে ঘরে আইনবার ল্যেগে উড়াজাহাজ আছ্যে।

নাইহলে ইসপ্যাসাল ট্যৈরেন আছ্যে, হামাদের ছ্যেলার? কপাল দ'ষ আছে, মরন আছে! 

কিন্তু দ' ষ দিঁলেই হামরা নাই মাইনব...। 

"কুরুনা" হামরায় নাই আঁনহি, আঁইনেছিস তরাই। 

তরাই ফুটুর ফুটুর বিদ্যাশে যাইস, তরাই চাপিস হ্যালিকপটারে,

সেখ্যিনল্যে তরাই আইন্যেছিস "কুরুনা" কে সঁগে কৈরে। 

এখন দ'ষ দিছিস গরীব গিল্যাকে? নিজেরা সাধু বঠিস! 

খপড়দার! ক্ষ্যাপায় দিস না বলছি! যদি বাঁচিস, 

হামরাই ম্যরাব সব গিল্যাকে, ইটা মনে রাখিস!!

3 comments:

ANKUR ROY said...

অসাধারণ লিখেছেন প্রিয় কবি। শেষ স্তবকটা অসাধারণ। আরো অনেক লেখা পড়তে চাই।

Unknown said...

অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা আমার পাথেয় হোক।

Unknown said...

Khub e valo. R o valo lekha chai. Golpo guccher swasthya o samriddhi kamana kori. Sakal lekhak lekhikake aammar subhechha janachhi. Ro aneklekhak lekhika Golpoguchher madhyame aatmya prakash koruk. Thanks for GOLPOGUCCHA.