সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 শীতরোদ

অলকানন্দা দে


রোদের গয়না পরেছি প্রিয় অভিলাষে!

আমার বাজুবন্ধে বাঁধা পড়ে প্রেম!

সীতাহার ছুঁয়ে যায় প্রসন্ন বাতাস

কঙ্কণের সাথে কানাকানি করে নয়নাভিরাম বিশ্ব!

বহুদিন পর সানাই বেজেছে মন-নিবাসে!

পৃথিবীর বুকে এসো সংসার গড়ি

মাঠের ধানের সাথে পরামর্শে সাজাই ঘরকন্না।

নিভৃত প্রাণের ইচ্ছে দ্রুততালে বাজে!

রোদ স্যাঁকা হাতের উত্তাপ দেব

যদি হৃদয়ের সাঁকো বাঁধো অবিলম্বে!

আলোয়ানের ওমের মতো জুতসই ভালোবাসার বৃত্তে পরিক্রমা

চোখে চোখ রেখে মুখরিত হয়ে ওঠা,

তাই যদি হয় তাই হোক না!

আহা! এক পেয়ালা শীতরোদ

আত্মসমর্পণের আওয়াজ শোন

ঋণ শোধের সংস্থান নেই এই জীবনের অন্ধকার ঘরে!

0 comments: