সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
জীবন বৃত্তে রবীন্দ্রনাথ
পার্থ সিনহা
যখন চোখে ঘুম আসেনা, বিনিদ্র দিন-রাত্রি কাটে
বুকের জমাট দুঃখগুলো বেরিয়ে এসে দাপিয়ে হাঁটে!
উথাল-পাথাল বুকের মাঝে সৃষ্টিছাড়া ভাবনা যত
বৃষ্টিধারার মত এসে ভিড় করে যায় অবিরত!
অভাব নামের দানবখানা স্বভাব আমার পাল্টে দিতে
দীপ্ত হাতে ক্ষিপ্ত তখন প্রবঞ্চনার বদলা নিতে!
বদলে দিতে সমাজটাকে যখন আমার উদ্যত হাত
ঠিক তখনই চোখের কোণে ভেসে ওঠেন- রবীন্দ্রনাথ!
যখন জীবন থমকে দাঁড়ায় জটিল পথে কুটিল বাঁকে
ভগ্ন দেহ মগ্ন হয়ে জীবন গড়ার স্বপ্ন আঁকে!
উল্কি আঁকে বুকের ভিতর ফুলকি আলোর ঝর্ণাধারা
শপথ নিয়ে ও-পথ দিয়ে ছুটতে থাকি আত্মহারা!
একটু আশা,ভালবাসা দেয়না জীবন বাঁচতে 'ওরা'
ছোটাই আমার যুদ্ধবেশে অশ্বমেধের যজ্ঞঘোড়া!
বদলে দিতে সমাজটাকে যখন করি লড়াই শুরু-
ঠিক তখনই বুকের ভিতর জেগে ওঠেন কবিগুরু!
সৌম্য বেশে মৌন-সাধক নামিয়ে রেখে কলমখানি
দৃপ্ত গলায় শোনান আমায় অহিংসা,প্রেম-পূণ্যবাণী!
1 comments:
চমৎকার
Post a Comment