সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,046
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

আজ আষাঢ়ের গাঁথা মালায়

 শুভাশিস ঘোষ 


নেচে উঠছে নেতিয়ে যাওয়া জবা গাছটা 

ফুটিফাটা মাঠে সোঁদা গন্ধের উৎসব

চাতকের চোখে খুশির ঝিলিক

হাঁপাতে থাকা সারমেয় বন্ধ করেছে লালা ঝরানো

মেঘেদের হুটোপুটি আর প্রাণে খুশির লুটোপুটি

ঋতুরানীর রাজকীয় আগমনের উল্লাসে

উদগিরণ শুরু করছে কাব্যের আগ্নেয়গিরি

শিল্পীর কন্ঠে "বজ্রমানিক দিয়ে গাঁথা

আষাঢ় তোমার মালা "


অনেক... অনেক বর্ষা আগে 

নব-বারি সিঞ্চনে ডালপালা মেলেছিল ক'টা চারা

মুষ্ঠিবদ্ধ হাত উর্দ্ধে তুলে ঘোষণা করেছিল

তাদের আগমন বার্তা

সব হাতে কাজ চাই সব পাতে ভাত চাই

সদর্প মেঘের গর্জন চাপা পড়েছিল দৃপ্ত ঘোষণায়


বৃক্ষ হয়েছে আজ সেই চারাগুলো

ডালপালাও ছড়িয়েছে বিস্তর 

নব বর্ষার আগমনে পাতারা আজ নাচে না

কারণ সে ডালে কোনো পাতাই নেই, আছে বাসা

ঘুঘুর বাসা

আজ আর কোনো ঘোষণাই নেই, আছে আর্তি

হাতে কাজ পাতে ভাত নয়, ভিক্ষান্নের আর্তি


তাই, আজ আষাঢ়ের গাঁথা মালায় সুবাস খুঁজি... 

0 comments: