সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
আজ আষাঢ়ের গাঁথা মালায়
শুভাশিস ঘোষ
নেচে উঠছে নেতিয়ে যাওয়া জবা গাছটা
ফুটিফাটা মাঠে সোঁদা গন্ধের উৎসব
চাতকের চোখে খুশির ঝিলিক
হাঁপাতে থাকা সারমেয় বন্ধ করেছে লালা ঝরানো
মেঘেদের হুটোপুটি আর প্রাণে খুশির লুটোপুটি
ঋতুরানীর রাজকীয় আগমনের উল্লাসে
উদগিরণ শুরু করছে কাব্যের আগ্নেয়গিরি
শিল্পীর কন্ঠে "বজ্রমানিক দিয়ে গাঁথা
আষাঢ় তোমার মালা "
অনেক... অনেক বর্ষা আগে
নব-বারি সিঞ্চনে ডালপালা মেলেছিল ক'টা চারা
মুষ্ঠিবদ্ধ হাত উর্দ্ধে তুলে ঘোষণা করেছিল
তাদের আগমন বার্তা
সব হাতে কাজ চাই সব পাতে ভাত চাই
সদর্প মেঘের গর্জন চাপা পড়েছিল দৃপ্ত ঘোষণায়
বৃক্ষ হয়েছে আজ সেই চারাগুলো
ডালপালাও ছড়িয়েছে বিস্তর
নব বর্ষার আগমনে পাতারা আজ নাচে না
কারণ সে ডালে কোনো পাতাই নেই, আছে বাসা
ঘুঘুর বাসা
আজ আর কোনো ঘোষণাই নেই, আছে আর্তি
হাতে কাজ পাতে ভাত নয়, ভিক্ষান্নের আর্তি
তাই, আজ আষাঢ়ের গাঁথা মালায় সুবাস খুঁজি...
0 comments:
Post a Comment