সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 ভোজ

                                                                  মিত্রা হাজরা 


বাবু আনেন বাজার থেকে

শসা,টোম্যাটো ,গাজর---

বিবি বলেন আরে একি! 

বাজার করা শেখোনিকি

কোথায় গেল মাছটা? 

বাবু বলেন-- আর রেখোনা আশটা। 


রান্নার গ্যাস হাঁকায় দেখো

হাজার টাকা মূল্য, 

পকেট ফাঁকা গিন্নি এখন

সব ই দুর্মূল্য। 

শসা,টোম্যাটো ,গাজর দিয়ে

দিব্যি  স্যালাড হবে--- 

সাথে দুটো মুড়ি পেলে

তোফা খাওয়া হবে। 


আর ভাত টা! 

মাঝে মাঝে ভিজিয়ে চালটা 

চিবিয়ে নিলেই হবে--- 

দেখো গিন্নি, রাগ কোরোনা

অচ্ছে দিন ঐ রোজ, 

সবাই মিলে কাঁচা খেয়ে 

জমিয়ে দেবো ভোজ। 


0 comments: