সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 রাজা-মন্ত্রীর কথামালা 

 বিপত্তারণ মিশ্র 

মোচ মুচড়ে রাজা বল্লেন 
শোনো বাপু ধনমন্ত্রী, 
দিনকাল বড়ো বাজে এখন
প্রজারা সব ষড়যন্ত্রী!

              রাজা আছি, রাজা থাকব -- 
              ছেলে তারপর রাজা হবে, 
              চিরকাল তো তাই জেনেছি --- 
              কে জানতো সব বদলে যাবে!
 
গণতন্ত্র, প্রজাতন্ত্র --- 
কী যেন আজকাল বলে, 
হাভাতের ছেলে রাজা হয় ---
দেশটা গেছে রসাতলে!

              বলা যায় না আসছে বছর 
              সিংহাসনে থাকবো কিনা, 
              ধন দৌলত সোনা মানিক 
              সরিয়ে ফেলো বারো আনা।
 
তোমার আমার ছেলে এবং  
জামাই কিংবা শালার নামে, 
জমি বাড়ী বাজার ঘাট 
কিনে রাখো শহর গ্রামে। 

              ধনমন্ত্রী বলেন, প্রভু, 
              অন্য কোনো রাজা এসে --- 
              জালি কারবার ধরে ফেললে 
              জেলে পচে মরব শেষে!

রাজা বল্লেন, ভয় কোরো না, 
সেই রাজাও খাবে চুষে ---
নিজের যদি খাবার লোভ হয়--
আমায় ধরবে কোন সাহসে!
 
             ধনমন্ত্রী ধুতি নেড়ে
             বলল হেসে তড়িঘড়ি, 
             আপনি প্রভু সাহস দিলে।
             নরকটাও গিলতে পারি!

0 comments: