সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,049
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 আলোর পথের যাত্রী

সুব্রত চৌধুরী


ঘুম আসে না খোকার চোখে নিকষ কালো রাত্রি , 

পুবের আলোর প্রহর গোনে আলোর পথের যাত্রী । 

রক্ত রাঙা ভোরে যখন সূর্য মারে উঁকি , 

খোকার মনের ক্যানভাস জুড়ে দ্রোহের আঁকিবুকি ।


খোকার বুকে ধিকি ধিকি জ্বলে ক্ষোভের আগুন , 

কৃষ্ণচূড়ার ডালে ডালে সিঁদুর রঙের ফাগুন । 

মায়ের আশীষ মাথায় নিয়ে খোকা নামে পথে , 

মাটির ধূলো গায়ে মেখে ছোটে জয়ের রথে ।


দলে দলে দামাল ছেলে মায়ের ভাষায় মেতে , 

লাঠি গুলি টিয়ার গ্যাসে বুকটা যে দেয়  পেতে । 

বুকের রক্তে বর্নমালার আলপনাটা আঁকে , 

ভায়ের গৌরব  ভাষার সৌরভ সবাই গায়ে মাখে।


বর্নমালার মালায় এখন শহীদ মিনার সাজে 

ভায়ের রক্তে রাঙানো গান সবার কন্ঠে  বাজে।

0 comments: