সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
এই সময়ের ছড়া
আশা সাহু
হ্যঁ ব কাকা -
পলাশ গিল্যা ফ্যুটল
গ্যাঁদা গিল্যান ঘ্যুচল
ভটের পরব আইসল্য
ন্যাতারা সোক্যল ডঁরাল।
ব্যুজল্যে কাকা-
ঢ্যার দিন পর পর
ন্যাতা আইস্যে ঘর ঘর
ঘাম্যে নাইয়ে দরদর
কাইজ ক্ইচছে তরতর।
কি বলহি কাকা -
ভটের লাইগ্যে এ্যখন
দিনহে রাইতে ত্যখন-
কতই খাতির য্যতন
ঠাকুর দ্যাবতার ম্যতন।
এ্যকটা কথা কাকা-
ই ব্ইলছ্যে হামাকে দ্যে
উ ব্ইলছ্যে হামাকে দ্যে
এ্যকটা লকে দিবেক কাখে?
মহা ফ্যারে প্ইড়তে হ্যঁছে!
আইচ্ছা কাকা -
"সনার ক্যাক" দ্যেখছ নাকি?
মদের ত মাড় ভাত টাই হঁছে ফাঁকি
বিদ্যাশে যাঁইয়ে কাইটতে হবেক
তাথ্যেই নাকি জোনমদিন হবেক।।
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment