সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 ভালো ছড়া

ব্রত রায়


ভালো ছড়া সকাল সকাল শয্যা ছেড়ে ওঠে

মন্দ কথা পায় না শোভা ভালো ছড়ার ঠোঁটে।

ভালো ছড়া সবসময়ে সত্য কথা বলে

ভালো ছড়া মুরুব্বিদের শাসন মেনে চলে।


ভালো ছড়া নম্র হবে, বলবে কথা ভেবে

ভালো ছড়া আঁচড়াবে চুল, মাথায় তেলও দেবে।

ভালো ছড়া দেখবে শুধু ভালো ভালো ছবি 

ভালো ছড়া কক্ষনো কি করবে বেয়াদবি?


ভালো ছড়া ছোঁবে না তো মদ, সিগারেট, গাঁজা

ভালো ছড়া দুধ খাবে আর, আম্মু দেবে যা যা।

ভালো ছড়া ধর্ম মানে, করে নামাজ রোজা

ভালো ছড়া বিদ্রোহী না, আজ্ঞাবাহী প্রজা।


ভালো ছড়া ইশকুলে যায়, হাতের লেখা লেখে

ভালো ছড়া গ্রামার মেনে ছন্দরীতি শেখে। 

ভালো ছড়া মিষ্টভাষী, ঘা দেবে না আঁতে

ভালো ছড়া মিশবে শুধু ভালো ছড়ার সাথে।

0 comments: