সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 শীতের বুড়ি

ছোটন গুপ্ত  


শীতের বুড়ি থুত্থুরি না, জড়ায় গা'য়ে পা-য়,

কম্প রাতির লম্ফ বাতির ঠকঠকানি ঠায় ।

ডিসেম্বরেই জাপটে ধরে, লেপ কম্বল আন,

হেঁড়ে গলায় বাউন্ডুলের অনিচ্ছেতেও গান।


সে গান শুনে শীতের বুড়ির ফুর্তি এলো খুব,

পেটের মধ্যে সুড়সুড়ি দেয় হাড়মজ্জায় ডুব।

কোনদিকে যাই, সুয্যি মামাই উঠতে করে তর!

প্রাণ সংশয়! বুড়ির এ ভয় কাটবে, উঠে পড়।


শীতকে বলি, ছিটকে চলি, বেহায়া লাজহীন–

না ডাকতেই হামলে পড়িস কাঁপিয়ে রাতদিন!

সুয্যি মামা দিচ্ছে হামা রোদটা এলে ঠিক–

শীতের বুড়ি পথ খুঁজবি, বুঝবি ফেরার দিক।।

0 comments: