সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
আসুন ধর্মের দ্বন্দ্ব ভুলি
শংকর নাইয়া
মানুষ হয়ে মানুষ মারো ধর্মে কি তা আছে লেখা
তবু কেন মানুষ মেরে ধর্মে টানো কালির রেখা।
ধর্ম কি আর চায় রে বিবাদ ধর্ম তো হয় শান্তিকামী
ধর্ম কি আর শেখায় না তা সকল ধর্মের একই স্বামী।
মানব নিধন চলছে অবাধ অজ্ঞানের এই ধর্মকলে
"সবার উপর মানুষ সত্য" মানুষ যারা যাবেই বলে।
ধর্ম যদি মানুষ মারে সে সব ধর্ম ধর্ম তো নয়
যুগে যুগে দেখছি শুধুই ধর্মদ্রোহে মানুষই ক্ষয়।
ধর্ম কি আর দেয় গো বলে অন্য ধর্মে আঘাত হানো
তবু কেন ভাঙো মসজিদ, মূর্তি ভেঙে দ্বন্দ্ব আনো।
যাক রে চুলোয় ধর্মগুলি থাক বেঁচে এই মানবজাতি
ধর্ম গুলো চুলোয় গেলে ঘুচবে ভবের আঁধার রাতই।
ধর্ম জানি দেখায় দিশা অন্ধকারে জ্বালায় আলো
ধর্মের নামে তবু কেন মানব ঘরে আগুন জ্বালো।
ধর্মের নামে বিষ ছড়িয়ে যারা নির্দোষ মানুষ মারে
ভাবছো কি ভাই তাদের দ্রোহে কলঙ্কে সেই ধর্ম হারে।
ধর্ম যারা খাচ্ছো গুলে যারা ধর্মের গ্রন্থ পড়ো
ধর্মের মহান আদর্শে তাই সবার আগে মানুষ গড়ো
মানুষ যদি না থাকে ভাই থাকবে কি আর ধর্ম গুলি
ধর্মটা তাই থাকুক নিজের আসুন ধর্মের দ্বন্দ্ব ভুলি।
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment