সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,046
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 অভিমানের সুদূর 

  ডঃ রমলা মুখার্জী


তুমি যেদিন বৃষ্টি হয়ে ঝরবে পাথর বুকে,

আমার কষ্ট-কাঁটায় সেদিন ফুল ফুটবে সুখে।


বিরহের অসহ ব্যথায় থাকবো এলোচুলে..

তুমি এলে বাঁধবো বেণী সব অভিমান ভুলে।


ভালোবাসার আকাশ হয়ে ঘিরবে শাড়ির নীলে-

মন-ময়ূরী নাচবে সুখে হৃদয়-মঞ্জিলে।


নদীর বুকে জোয়ার হয়ে রক্তে আনবে বান....

আবার আমি নতুন সুরে বাঁধবো নতুন তান।


এখন তোমার মনের মাঝে পাহাড় অভিমান.....

ঝর্ণা হয়ে ঝরবে যখন নিশীথ আঁধার ম্লান।


অভিমানের গহন ঠেলে আসবে প্রেমের বন্যা....

রূপ সাগরে ডুব সাঁতারে মুছবো দুজন কান্না।


কান্না শেষে ভালোবেসে বাঁধবো দুজন ঘর-

এসো আমার আপনতম আর কোরো না পর।


দাও শান্তি, যা কিছু ভ্রান্তি করো ওগো মাপ-

অভিমান জমে জমে বাড়ছে মনস্তাপ।


মনের খবর পেয়ে তুমি এলে অবশেষে -

বৃষ্টির ফোঁটায় ফোঁটায় অভিমানেরা ভাসে।


ভাসতে ভাসতে অভিমান যায় যে সুদূর...

তোমার গানে বইল প্রাণে মেঘ মল্লার সুর।



0 comments: