সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
অভিমানের সুদূর
ডঃ রমলা মুখার্জী
তুমি যেদিন বৃষ্টি হয়ে ঝরবে পাথর বুকে,
আমার কষ্ট-কাঁটায় সেদিন ফুল ফুটবে সুখে।
বিরহের অসহ ব্যথায় থাকবো এলোচুলে..
তুমি এলে বাঁধবো বেণী সব অভিমান ভুলে।
ভালোবাসার আকাশ হয়ে ঘিরবে শাড়ির নীলে-
মন-ময়ূরী নাচবে সুখে হৃদয়-মঞ্জিলে।
নদীর বুকে জোয়ার হয়ে রক্তে আনবে বান....
আবার আমি নতুন সুরে বাঁধবো নতুন তান।
এখন তোমার মনের মাঝে পাহাড় অভিমান.....
ঝর্ণা হয়ে ঝরবে যখন নিশীথ আঁধার ম্লান।
অভিমানের গহন ঠেলে আসবে প্রেমের বন্যা....
রূপ সাগরে ডুব সাঁতারে মুছবো দুজন কান্না।
কান্না শেষে ভালোবেসে বাঁধবো দুজন ঘর-
এসো আমার আপনতম আর কোরো না পর।
দাও শান্তি, যা কিছু ভ্রান্তি করো ওগো মাপ-
অভিমান জমে জমে বাড়ছে মনস্তাপ।
মনের খবর পেয়ে তুমি এলে অবশেষে -
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় অভিমানেরা ভাসে।
ভাসতে ভাসতে অভিমান যায় যে সুদূর...
তোমার গানে বইল প্রাণে মেঘ মল্লার সুর।
0 comments:
Post a Comment