সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
দেশের কথা
ছোটন গুপ্ত
ধান কাটা ক্ষেত,পুকুর দিঘি সবুজ ঘাসে গাছের ছায়ায়
ভোরের শিশির হরেক পাখি আকাশে নীল স্বপ্ন মায়ায়–
দেশ চিনেছি গন্ধে মাটির, চাষির ঘামে বাউল গানে,
কারখানা ভোঁ সাতসকালে, ছুটছে মজুর কাজের টানে।
হাসছে হাজার শিশু-কিশোর, ইস্কুলে যায় বই খাতাতে
মা দাঁড়িয়ে দোরগোড়াতে, শীতের কাঁপন ডাল পাতাতে।
দেশ মানে সেই ঠাম্মা দাদুর ছোট্ট বেলার গল্প শোনা
মাষ্টার দা ক্ষুদিরাম আর নেতাজীদের স্বপ্নে বোনা।
যে ছেলেটা চা দোকানে হাত সেঁকেনি উনুন আঁচে
যে মেয়েটা ঘুম তাড়িয়ে পাঁচ বাড়িতে কাপড় কাচে–
দেশ মানে তো ওরাও নাকি,কেউ বলেনা,কেউ লেখেনা,
আমাকে সীমান্ত শেখাও ! তারকাঁটাতে স্বদেশ কেনা !
দেশ খুঁজে যাই নদীর তীরে, দেশ খুঁজে পাই পাহাড়তলে
দেশ মানে তো ভালোবাসার মানুষ-মাটি, সৃষ্টি চলে।
কেউ রাজা না, কেউ প্রভু না, স্বাধীন স্বদেশ মুক্ত মানুষ,
জাত ধর্ম বর্ণ বিভেদ- নেই কোত্থাও, থাকবে মান-হুঁশ।
এমন একটা দেশের খোঁজে একশ' বছর থাকবো পথে
সাম্য মৈত্রী স্বাধীনতায় ভরসা আমার, ঠাঁই শপথে।।
1 comments:
অনন্যসাধারণ। অনবদ্য। শেষ দুটি পংক্তির শপথ মনেকে অন্য উচ্চতায় নিয়ে যায়।
Post a Comment