সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,046
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


 

সেই কথাটা

ছোটন গুপ্ত

একটি কথা তোকেই দেওয়া আর যা কিছু বাতাসে 
রোদছায়ামেঘ বিকেল আলোয় ছন্নছাড়া আকাশে
যাক ভেসে যাক ভুল যতসব ঘুমাক শরীর ক্লান্তিতে 
ভালোবাসার বার্তা দিলাম ফেরাস না ভুলভ্রান্তিতে।

যে সব কথা শ্রাবণ মেঘে ভিজতো অঝোর বৃষ্টিতে 
শরৎ এলেই অপাপ আলাপ নতুন ধানের সৃষ্টিতে 
মাঠ ছাড়িয়ে বন পার হয়ে নদীর তীরের রাস্তাতে 
চল চলে যাই দিগন্তের ওই আকাশ ছোঁয়ার আস্থাতে

শীত এলে ফের রোদ পোহাবো সাতসকালের প্রান্তরে 
মিষ্টি রোদের আশিস প্রিয় তুই ছাড়া কে জানতো রে !
তোর কবিতায় গাছের ছায়ায় ঠিকরে ওঠে রোদকণা 
তোর ভালোতে খুশির আলো দুঃখ ওরা মানতো না।

একশো হাজার কথার পরেও আসল কথা চুপ করে 
না বলা সেই অভিমানের শব্দ হারায় কোন ঘরে 
কেউ না জানুক আমিই জানি খামখেয়ালি মনটাকে 
একদিন ঠিক তোকেই দেবো এক নদী সুখ ভরসাতে।

আর যা কিছু আর না বলা গোপন চিঠি লিখবো ঠিক 
পলাশ বনে গান গাবি তুই মহুল তলায় খুঁজবো দিক
হাসবি রে মন ফিচেল চোখে বাসবি ভালো আবার তুই
কাল মধুমাস ফিরলে এবার খুঁজতে যাবো বসত ভুঁই।।

0 comments: