সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,049
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

বৃষ্টি এলো

চন্দন চক্রবর্তী


বসে আছি খোলা জানলার পাশে

পথ চলেছে সামনে থেকে দূরে,

চাতক বারি যাচে থেকে থেকে

কোকিল ডেকে ওঠে বিষাদ সুরে ।


ডালে ডালে ফুটে কদমের ফুল

চিল ভেসে যায় শূন্যে ডানা মেলি,

ফুল বাগানে আরো কত ফুটে

কাঁঠালি চাঁপা টগর জুঁই বেলী । 


বাতাস সেও রেগে আছে যেন

এই গরমে তেতে আছে খুব,

কোথাও কোন সাড়া শব্দ নেই

গাছের পাতা এক্কেবারে চুপ ।


এমন দিনে আমি একলা ঘরে

মন বসে না আমার কোন কাজে,

তার কথা যে পড়ছে আমার মনে

বসে থেকে একটা দুটো বাজে । 


হঠাৎ করে এখন বিকেল বেলা

ঈশান কোণে জমছে কালো মেঘ,

দিনের আলো সেই ফুরিয়ে এলো 

থেকে থেকে বাড়ছে হওয়ার বেগ ।


গুরু গুরু ডেকে উঠছে দেয়া

হঠাৎ করে বৃষ্টি ঝেঁপে এলো,

ঘ্যাঙর ঘ্যাঙর শুনছি ভেকের ডাক

উঠোনটাতে জলে ভরে গেল ।


বৃষ্টি পেয়ে হাসছে যেন সবাই

বৃষ্টি এসে মিটল সবার আশা,

আমি শুধু একলা বসে ঘরে

হারিয়েছে আমার ভালোবাসা । 

0 comments: