সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
মুক্তহীন স্বাধীনতা
নারগিশ সুলতানা
ওই ছেলেটা স্বাধীন হয়নি
যাকে পেট চালানোর জন্য কাজে যেতে হয়
প্রতিটি ভোরে তার ইচ্ছে না থাকা সত্ত্বেও।
স্বাধীন তো হয়েছে সেই খোলা আকাশটা
যে ইচ্ছে মতো রৌদ্র দিতে পারে আবার
স্বাধীনভাবেই মুষলধারে বৃষ্টিও দিতে পারে।
সেই মেয়েটা স্বাধীন হয়নি
যার বয়স একুশের পরেও নিজের জীবনের
সিদ্ধান্ত তার নিজে নেওয়ার অধিকার নেই।
স্বাধীন তো হয়েছে সেই বিস্তৃত নদীটি
যে নিজের ইচ্ছে মতো এঁকেবেঁকে প্রবাহিত হয়।
সেই বাবাটা স্বাধীন হয়নি
যার বয়স আশি হবার পরেও একটু স্বস্তি
না পেয়ে সংসারে বাজারের ব্যাগ বইতে হয়।
স্বাধীন তো হয়েছে সেই উড়ন্ত পাখিটি
যে গাছের এ ডাল থেকে ও ডাল স্বাধীনভাবে
উড়ে বেরায় যেন তাদের বাধা দেওয়ার কেউ নেই।
সেই মা টা স্বাধীন হয়নি
যাকে যুগের পর যুগ ভাদ্রের প্রচন্ড গরমে
অনিচ্ছাকৃতভাবে হেঁসেল ঠেলতে হয়।
স্বাধীন তো হয়েছে সেই সবুজ গাছটি যে তার
ইচ্ছে মতো গাছের পাতা ঝরায় আবার ইচ্ছে হলেই
নতুন পাতা দিয়ে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলে।
সেই মধ্যবিত্ত ছেলেটা বা মেয়েটা স্বাধীন হয়নি
যারা এম.এ/বি.এড করে পাঁচ বছর ধরে বসে
আছে একটা সরকারি চাকরির আশায়,তাদের
জীবনের স্বপ্নগুলো পবিত্র ভাবে পূরণের আশায়।
স্বাধীন তো হয়েছে সেই পিপীলিকাগুলো যারা ছোট
হলেও গুটি গুটি পায়ে হেঁটে যায় এপার থেকে ওপার।
হে মাতৃভূমি,আমরা স্বাধীন হতে চাই
প্রাণ খুলে বাঁচতে চাই,উপলব্ধি করতে চাই জীবনকে।
তবে এই একটি দিন নয় বছরের প্রতিটি মুহূর্তে
আমাদের স্বাধীনতা হোক,সেই এ ডাল থেকে ও ডালে
উড়ে যাওয়া পাখিটির মতো কিংবা সেই এঁকেবেঁকে
যাওয়া নদীটির মতো কিন্তু আমরা তো তা পারিনা,
এ কেমন স্বাধীনতা?
0 comments:
Post a Comment