সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

অঙ্কনে- অমিত দাস 



 সত্যজিৎ রায়

অজিতা মিত্র



কালজয়ী সিনেমা দেখে হৃদয় আলো পায়,

ভালোবাসার ফল্গুধারা আপনি বয়ে যায়,

সহজ সরল জীবন থেকে লব্ধ জ্ঞানের আলো, 

সহজতম দৃশ্যপটে দূর করে সব কালো!


জীবনবোধের গভীর থেকে চিত্র ফুটে ওঠে, 

আনন্দ আর বেদনগাথা নয়তো পৃথক মোটে। 

হাসি আছে, কান্না আছে, আছে স্নেহ প্রীতি , 

রহস্যেরও ভেদ রয়েছে, সঙ্গে মধুর গীতি!


হাস্যরসের যাদু আছে, মাত্রা মেপে মেপে,

ভয়ের চোটে হৃদয় আবার হয়তো ওঠে কেঁপে।

এ সবকিছুই সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলেন যিনি, 

বাংলা ছবির শ্রেষ্ঠতম পরিচালক তিনি।


কাল পেরোনো, দেশ পেরোনো সত্যজিতের প্রতি

শ্রদ্ধা এবং ভালোবাসায় জানাই আজ প্রণতি! 

অমর তিনি সৃষ্টিতে তাঁর, ভক্ত হৃদয় মাঝে,

হাজার নতুন এলেও রবেন স্মৃতির ভাঁজে ভাঁজে।

0 comments: