সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

অঙ্কনঃঈশা দাস 

 

অন্নপূর্ণা মা

অজিতা মিত্র 


আমার মায়ের রান্না খেয়েছে বাবার বন্ধু যত,

এরপর আছে সহকর্মীরা, যারা বন্ধুর মতো! 

নিমন্ত্রিত বা অনাহুতরাও পেয়েছে অমৃত স্বাদ!

পাড়া প্রতিবেশী, ক্ষুধিত ভিখারি কেই-বা গিয়েছে বাদ!

মৃদু হাসি মুখে রান্না করে মা গরম খাবার দেন,

অতিথিরা যেন তৃপ্তির সাথে পেট ভরে খেয়ে নেন।


আমাদের কত বন্ধু এসেছে সময়ে বা অসময়ে,

মায়ের হাতের খাবার তারাও খেয়েছে অসংশয়ে। 

লুচি নাড়ু হতো রাশি রাশি যেন, হিসেব ছিল না জানা,

যে যতই খাও, আরও আছে মেলা, নিয়ে যেতে নেই মানা!

কতো রকমের পিঠা পুলি হতো, যাবে না তা গুণে বলা, 

বিশাল হাঁড়িতে কোর্মা, পোলাওয়ে পুরো হতো ষোলকলা। 


এভাবেই গেছে বছর বছর, মায়ের রান্না খেয়ে,

কব্জি ডুবিয়ে উদর পুরিয়ে মা'র গুণগান গেয়ে! 

কিন্তু দেখিনি এক বেলা কেউ মায়ের জন্য রাঁধে,

দেখিনি কখনও মাকে ডেকে নিয়ে আদরে যত্নে বাঁধে! 

ভাবখানা এই, রান্না করাই আমার মায়ের কাজ,

আয়েশে ঘুমিয়ে থাকলে সবার মাথায় পড়বে বাজ!


বেড়াতে গেলেও মা'র ডাক পড়ে সেই উনুনের পাশে,

কেউ কি দিয়েছে এক কাপ চা-ও মায়ের ক্লান্তি নাশে?

মায়ের শরীর, শরীর তো নয়, লোহা লক্কড়ে গড়া,

সকলের সেবা করে যাবে শুধু, নেই তার ব্যাধি জরা! 

নেই কোনো ছুটি, আহার, বিহার, নেই কোনো বিলাসিতা, 

দুঃখ ঝরাতে সুযোগ পেলে সে পড়ে নেবে প্রিয় গীতা!


ত্যাগ ত্যাগ ত্যাগ, ত্যাগ-ই মায়ের একটি মাত্র ব্রত,

আর সব লোকে ভোগ করে গেল, মা ছিল মাটির মত।

1 comments:

bbblog said...

জীবনের গল্প ❤️ আমাদের মায়েদের জীবন এমনিই কেটেছে। ছোটবেলায় দেখেছি আর ভেবেছি, এরকম হবো না কখনও। তবুও কি খুব অন্যরকম হতে পেরেছি!?