সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
বাম অলিন্দে শেখ মুজিবুর, ডান অলিন্দে শফি
ব্রত রায়
বাঙালি খিচুড়ি কেন ভালোবাসে? কারণ পেয়েছি খুঁজে
দেহ তার থাকে বিজ্ঞানে আর মন থাকে গম্বুজে।
বাঙালি নিজেই খিচুড়ির মতো কত উপাদানে গড়া
নানান জাতের উচ্ছিষ্টতে বাঙালি মগজ ভরা।
ইন্দো, আর্য, মঙ্গোলিয়ান -- কত প্রকারের জিনে
বাঙালি গঠিত। সেই পরিচয় পাওয়া যায় তার স্কিনে।
একফোঁটা বাম, একমুঠো লীগ, আধাসের হেফাজত
বাঙালি কারওকে ছাড়ে না কারণ --- যতো মত ততো পথ!
টবে সে লাগায় বৃক্ষের চারা, কারখানা খোলে বনে
ভোরে রবীন্দ্র, দুপুরে লালন, রাত্রে নোবেল শোনে।
এক ফোল্ডারে ওয়াজের ক্লিপ, এক ফোল্ডারে সানি
দুই পেগ মেরে মসজিদে যেতে হয় না তো তার গ্লানি।
খোয়াবনামার পাশাপাশি রাখে লজ্জাতুন্নেসাকে
দেয়ালে থাকে না রবীন্দ্রনাথ, ফোনে গার্লফ্রেন্ড থাকে।
প্রগতির সাথে সাজিয়েগুছিয়ে রাখে সে প্রতিক্রিয়া
বোরখায় ঢেকে ডেটিংয়ে পার্কে আসবে তরুণী প্রিয়া।
হেজাব পরেই লাইভে সে আসে, শেখায় মেকাপ করা
'ওজু ভেঙে যাবে দেরাজে রাখুন' -- যাবে না তো ঘুষ ধরা।
বাঙালির মন ভ্যারাইটি স্টোর, সবকিছু রাখা থাকে
প্রয়োজন মতো বের করে আনে, অথবা লুকিয়ে রাখে।
সত্যি এটাই -- কখনো স্বীকার করবে না যদ্যপি
বাম অলিন্দে শেখ মুজিবুর, ডান অলিন্দে শফি।
0 comments:
Post a Comment