সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 স্বাধীনতা তোমায়

চন্দন চক্রবর্তী


দুশো বছর সূর্য ডুবে তুমি ছিলে অধীন

বীর শহীদের রক্তের দামে তুমি আজকে স্বাধীন,

তোমার মুক্তির জন্য যারা গলায় নিল দড়ি

আমরা তাদের ভুলেই গেছি,কেউ কি তাদের স্মরি !


বরং তুমি জন্ম দিলে নতুন কিছু ভালো

রাজপথ গড়ে উঠল সেজে জ্বেলে দিচ্ছে আলো,

সেই আলোতে চোখ ধাঁধিয়ে জনতা যায় ভেগে

কোটি মানুষ রাজপথে শোয়,ভিক্ষা নিচ্ছে মেগে ।


পনরোই আগস্ট মানে এখন একটা দিনের ছুটে

খাওয়া দাওয়া খেলাধুলা কত মজা লুটি,

মাইক বাজে ফ্ল্যাগ ওড়ে নেতার ভাষণ হবে

তোমার সার্থকতার কথা কে ভেবেছে কবে !


অনেক কথা বলার ছিল বলতে কি কেউ পারি

সত্য বলতে দাঁতের চাপে খুলে যাবে মাড়ি,

আম জনতার স্বাধীন স্বপ্ন হয়ে গেছে চুরমার 

একদিন ঠিকই জাগবে তারা সাইবে না ব্যথাভার ।


ফান্ডামেন্টাল রাইটগুলোতো থাকছে বইয়ে লেখা

স্বাধীন সূর্যোদয়ের ভোরে হবে আবার দেখা,

সেই আলোতে আমরা সবাই নামবো এসে পথে

স্বাধীনতা তোমায় সেদিন তুলবো জয়ের রথে ।

0 comments: