সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
তিনি রবীন্দ্রনাথ
শংকর দেবনাথ
চতুর্দিকে ফতুর বিবেক আকাশ মেঘে ঢাকা-
অন্ধকারের বন্ধ ঘরে দ্বন্দ্ব নিয়ে থাকা।
সেদিন বোশেখ মাসে...
সে--দিন
বোশেখ মাসে সুর্য হাসে হঠাৎ ঠাকুরবাড়ি
সারদা মা'র কোলে দোলে জ্যোতিপুঞ্জ তারই।
সে এক আলোর শিশু...
সে-- এক
আলোর শিশু ভালোর শিশু এলো কালোর দেশে-
সবাই তাকে রবি ডাকে অনেক ভালোবেসে।
বাবা দেবেন্দ্রনাথ...
বা--বা
দেবেন্দ্রনাথ ধরেন সে হাত- ঘোরেন নিয়ে সাথে -
তাঁহার দীক্ষায় বিদ্যা শিক্ষায় বাড়ে দিনে রাতে।
সবার প্রিয় রবি...
স---বার
প্রিয় রবি আঁকে ছবি কবিতা-গান লেখে
স্কুলের পাঠে বন্দি বাটে মনটা থাকে বেঁকে।
শুধু সারাবেলা...
শু---ধু
সারা বেলা তাহার খেলা কল্পলোকের মাঠে
ছন্দে সুরে হৃদয়পুরে ঘুরেই সময় কাটে।
জ্বেলে জ্ঞানের আলো...
জ্বে--লে
জ্ঞানের আলো ঘুচান কালো আনেন প্রাণের বান
ভূলের দেশে ফুলেল হেসে ছড়ান সুরের ঘ্রাণ।
সকল বিশ্ববাসি...
স--কল
বিশ্ববাসি পরায় আসি তার গলাতে মালা
শ্রদ্ধা ভরে প্রণাম করে সাজায় বরণডালা।
তিনি সবার গুরু...
তি--নি
সবার গুরু কল্পতরু দুঃখ তাপে ঘৃণায়
সাহস জোগান ছন্দ ও গান জাগান মনের বীণায়।
গভীর ভালবাসায়...
গ--ভীর
ভালবাসায় আলো-আশায় বক্ষে রাখি ছবি
প্রাণের কবি গানের কবি আমার ত্রাণের রবি।
ঠাকুর রবীন্দ্রনাথ।
ঠা---কুর
রবীন্দ্রনাথ ছাড়া অনাথ এই বাঙালি জাতি
সকাল সাঁঝে সকল কাজে যাঁর কাছে হাত পাতি।
তিনি রবীন্দ্রনাথ।
Subscribe to:
Posts (Atom)
3 comments:
অনন্যসাধারণ কবিতা।
চমৎকার
খুব সুন্দর লেখা।
Post a Comment